Tuesday, December 9, 2025

মেয়েদের নিরাপত্তার জন্য হায়দরাবাদ পুলিশের ১৪টি পরামর্শ, যা ঘিরে বিতর্ক তুঙ্গে

Date:

Share post:

হায়দরাবাদ ধর্ষণ-খুন কান্ডে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। হায়দারাবাদ থেকে দিল্লি হোক বা কলকাতা থেকে মুম্বই সর্বত্র সকলের একটাই দাবি, দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। এই ঘটনার প্রতিবাদে আমজনতা থেকে সেলিব্রেটিরা একসঙ্গে হাতে হাত মিলিয়ে চলছেন। এরই মধ্যে হায়দরাবাদ পুলিশ মেয়েদের রাস্তাঘাটে নিরাপত্তার জন্য কিছু পরামর্শ দিয়েছে, যা নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়া তোলপাড়।

কেন শুধু মেয়েদের জন্য পরামর্শ থাকবে? পুরুষদের জন্য কেন নয়? এই প্রশ্ন তুলেছেন অনেক মহিলারাই। কেন শুধু মেয়েদেরকেই সংযত হতে হবে? কেন পুরুষরা সংযত হবে না? হায়দরাবাদ পুলিশের পরামর্শ দেওয়ার পরে এমন সব প্রশ্নই বিভিন্ন মহলে ঘোরাফেরা করছে।

এবার এক ঝলকে দেখে নেওয়া যাক, হায়দারাবাদ পুলিশের তরফ থেকে মেয়েদের নিরাপত্তার জন্য ১৪টি পরামর্শ।….

১. মেয়েরা কোথায়, কখন যাচ্ছে– সেই গতিবিধির আপডেট পরিবারকে জানিয়ে রাখতে হবে।

২. যদি সম্ভব হয় সর্বশেষ অবস্থান সম্পর্কে পরিবার এবং বন্ধুদের জানিয়ে রাখতে হবে।

৩. অটো বা ট্যাক্সিতে ওঠার আগে নম্বর প্লেটের ছবি তুলে তা পরিবারের লোকজনের কাছে শেয়ার করতে হবে। এমনকী ওই চালকের যোগাযোগ নম্বরও।

৪. গন্তব্য অপরিচিত জায়গা হলে, সেই রুট চেক করে নিতে হবে।

৫. সবসময় জনবহুল এলাকায় অপেক্ষা করুন।

৬. একদম নির্জন, বিচ্ছিন্ন কোনও এলাকায় না দাঁড়িয়ে, কাছাকাছি দোকান আছে, এমন কোনও জায়গায় অপেক্ষা করাই শ্রেয়।

৭. ১০০ ডায়াল করার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে।

৮. হক আই অ্যাপ ডাউনলোড করে, লোকেশন সবসময় অন করে রাখতে হবে। তাতে অবস্থান বোঝা যাবে।

৯. সন্দেহজনক পরিস্থিতিতে সংকোচ না করে, যাত্রীদের কাছে সাহায্য চান।

১০. রাস্তাঘাটে একা থাকলে এবং তেমন পরিস্থিতিতে পুলিশকে ফোন করুন। ভাবটা এমন করুন, যেন আপনি পরিবারের কারও সঙ্গে কথা বলছেন।

১১. তেমন পরিস্থিতির সম্মুখীন হলে, জোরে জোরে কথা বলুন। প্রয়োজনে চিত্‍‌কার করুন, যাতে পথচলতি মানুষজনের কানে যায়।

১২. অসহায় পরিস্থিতিতে জনবহুল এলাকার দিকে দৌড় দিন।

১৩. দুর্বৃত্তদের সম্পর্কে স্থানীয় পুলিশকে জানান।

১৪. ভেরিফিকেশনের জন্য ৯৪৯০৬১৬৫৫৫ হোয়াটসঅ্যাপ নম্বরে ছবি পাঠান।

spot_img

Related articles

হাতে গুরুতর চোট! হাসপাতালে ভর্তি পার্থ চট্টোপাধ্যায়

নিয়োগ মামলায় জামিন পাওয়ার পর থেকেই বেহালার বাড়িতেই  ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে আচমকাই বাড়ির বাথরুমে...

গোয়ায় নাইট ক্লাব বিস্ফোরণে প্রাণ গেল বাগডোগরার যুবকের! তদন্তের দাবি পরিবারের

গোয়ায় নাইট ক্লাবে সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হল বাগডোগরার ২৪ বছরের যুবক সুভাষ ছেত্রীর। রবিবার গভীর রাতে ঘটে যাওয়া...

ঘাড় ধাক্কা দিয়ে রাজন্যা-প্রান্তিককে পথে বসিয়ে দিল বিজেপি

তৃণমুলের বাতিল ছাঁট যুগলকে নিচ্ছে না বিজেপি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সুনজরে পড়ায় ২১ জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখার...

‘রুশা’ প্রকল্পের টাকা নিয়ে সুকান্তর মিথ্যাচার: ‘ভিত্তিহীন’ বলে ওড়ালেন ব্রাত্য

রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান বা 'রুশা' খাতে কেন্দ্র টাকা দিলেও রাজ্যের গাফিলতিতে নাকি এই টাকা ব্যবহার করা যাচ্ছে...