প্রথমে দুই সন্তানকে কুপিয়ে খুন। এরপর বাড়ির পোষ্যকে। শেষে ন’তলার ফ্ল্যাট থেকে নীচে ঝাঁপিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে।

উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ইন্দিরাপুরম আবাসনের বাসিন্দা গুলশান। পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে এক মেয়েকে(১১) ও এক ছেলে(১৩) প্রথমে শ্বাসরোধ করে খুন করেন। পরে ছুরি দিয়ে তাদের গলা কেটে দেন। এর পরেই দুই স্ত্রীকে নিয়ে ন’তলা থেকে নীচে লাফিয়ে পড়েন তিনি। এমনকী খুন করা হয়েছে বাড়ির পোষ্য কেও। পুলিশ আরও জানিয়েছে, ন’তলা থেকে ঝাঁপ দেওয়ার পরে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মহিলার। অন্যজন মারাত্মকভাবে আহত হন। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়। নিহত দুই স্ত্রীর নাম পারভিন ও সঞ্জনা। তবে সূত্রের খবর, সঞ্জনা গুলশানের স্ত্রী নন বরং বিজেনেস পার্টনার। ব্যবসায়ীর ঘর থেকে মেলে একটি সুইসাইড নোট। সেখানে রাকেশ ভার্মা নামে এক ব্যক্তির নাম পাওয়া গিয়েছে। শেষকৃত্যের জন্য কিছু টাকা রেখে যাওয়ারও কথা লেখা রয়েছে ওই নোটে। ঠিক কী কারণে ওই আত্মহত্যা তা তদন্ত করে দেখছে পুলিশ।
