Saturday, November 15, 2025

সুদানের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু 18 জন ভারতীয়র

Date:

সুদানের সেরামিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। মৃত্যু কমপক্ষে 23 জনের। তাদের মধ্যে 18 জন ভারতীয় রয়েছেন বলে নিশ্চিত করেছে সুদানের ভারতীয় হাই কমিশন। সূত্রের খবর, সুদানের সলোমি অঞ্চলে সেরামিক ফ্যাক্টরিতে এলপিজি ট্যাঙ্কারে বিস্ফোরণ হয়। তীব্রতা এতটাই ছিল যে, সঙ্গে সঙ্গেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় কারখানা চত্বর। দমকল ও নিরাপত্তা কর্মীদের বহুক্ষণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সুদানের প্রশাসন সূত্রে খবর, বিস্ফোরণে কারখানাটা সম্পূর্ণ পুড়ে গিয়েছে। কারখানার শ্রমিকরা জানান, বিকট শব্দ পাওয়ার সঙ্গে সঙ্গেই আগুন লেগে যায়। সবাই প্রাণভয় পালাতে শুরু করেন। সুদান সরকারের অভিযোগ, কারখানাতে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছিল না।

বিস্ফোরণে সব মিলিয়ে 130 জন আহত হয়েছেন বলে খবর। ভারতীয় দূতাবাস জানিয়েছে, তার মধ্যেও রয়েছেন 7 ভারতীয়। চারজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের চিকিৎসা চলছে বিভিন্ন হাসপাতালে। কিন্তু চিকিৎসায় প্রয়োজন প্রচুর রক্ত। তাই স্থানীয়দের রক্তদানে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে সুদান সরকার।
ওই কারখানাটিতে 68 জন ভারতীয় কাজ করতেন। বিহার, উত্তর প্রদেশ, রাজস্থান, গুজরাট ও তামিলনাড়ু থেকে সেখানে গিয়েছেন শ্রমিকরা। এদিকে এই খবর প্রকাশিত হওয়ার পরেই চিন্তায় পড়েছেন সুদানে কাজ করতে যাওয়া শ্রমিকদের আত্মীয়রা। বিদেশ মন্ত্রকের মাধ্যমে যোগাযোগের চেষ্টা চালানো হচ্ছে।

Related articles

এজরা স্ট্রিটে বিধ্বংসী অগ্নিকাণ্ড! বেআইনি নির্মাণে কড়া পদক্ষেপ: জানালেন মেয়র, নিয়ম মেনে ব্যবসার বার্তা সুজিতের

সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড বড়বাজারের (Barobazar) এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে। দমকলের (Fire Brigade) ২০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন (Fire)...

ক্রমশ কাজের চাপ বাড়াচ্ছে কমিশন: জেলায় জেলায় বিক্ষোভে BLO-রা

নির্বাচনী এসআইআর প্রক্রিয়ায় সাধারণ নাগরিকদের যাতে লাইনে দাঁড়াতে না হয়, তার জন্য কমিশনের তরফে প্রতিনিধি বুথ লেভেল অফিসাররা...

গিলের চোট নিয়ে উদ্বেগ, বেশি রানের লিড নিতে ব্যর্থ ভারত

আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই ভারতীয় শিবিরের চোটের উদ্বেগ। শনিবার দিনের শুরুতেই ঘাড়ের ব্যাথা নিয়ে মাঠ ছাড়লেন...

এসআইআর আতঙ্ক: ফর্ম ফিলাপের আতঙ্কে ব্রেন স্ট্রোক আক্রান্ত প্রৌঢ়

এসআইআর আরও এক কতটা জটিল একজন সাধারণ গ্রামের মানুষের কাছে তার আরও এক প্রমাণ মিলল। কখনও নামের বানান,...
Exit mobile version