Friday, November 14, 2025

‘রাজ্যের সেরা’ হওয়ার দৌড়ে বাঁকুড়ার সারদামণি মহিলা মহাবিদ্যাপীঠ

Date:

কলেজ লেভেল পার করে ডিভিশন লেভেল। দুরন্ত গতিতে ছুটছে বাঁকুড়া জিলা সারদামণি মহিলা মহাবিদ্যাপীঠ। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে অনুষ্ঠিত যুব সংসদ(ইয়ুথ পার্লামেন্ট) প্রতিযোগিতায় ডিভিশন লেভেল পার করে রাজ্যের সেরা হওয়ার দৌড়ে বাঁকুড়া জিলা সারদামণি মহিলা মহাবিদ্যাপীঠ। বাঁকুড়া জেলার মধ্যে সারদামণি কলেজই এই প্রথমবার এই কৃতিত্ব অধিকার করেছে। যা বাঁকুড়াবাসীদের এক গর্ব বলাই চলে।

জেলাস্তরের প্রতিযোগিতায় ‘জেলার সেরা’ হয়ে সারদামণি কলেজ অংশ নেয় ডিভিশন লেভেলে। সেখানে বাঁকুড়া জেলা ছাড়া অংশ নিয়েছিল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলা। ডিভিশন লেভেলের সেই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে কলেজের ছাত্রীরা। পাশাপাশি তাৎক্ষণিক বক্তৃতা ও বিরোধী দলনেত্রী এই দুই বিভাগেই পাঁচ জেলার মধ্যে প্রথম হয় এই কলেজেরই ইংরাজী বিভাগের ছাত্রী দ্বীপানীতা মুখার্জী।

এবার লক্ষ্য রাজ্যস্তরের স্বীকৃতি। সেই লক্ষ্যেই জানুয়ারিতে রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে বাঁকুড়া জিলা সারদামণি মহিলা মহাবিদ্যাপীঠ। সেখানেও বাজিমাত করতে চান কলেজের ছাত্রীরা। চলছে পুরোদমে প্রস্তুতি, পরিশ্রম ও অনুশীলন। পুরো কর্মকান্ডের পিছনে রয়েছেন কলেজেরই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা ড. প্রিয়াঙ্কা ব্যানার্জী । ওনার উৎসাহেই কলেজের মেয়েরা এই কৃতিত্বের অধিকারী হয়েছে। আগামী দিনে অর্থাৎ জানুয়ারিতে রাজ্যস্তরে প্রথম হওয়ার বিষয়ে যথেষ্ট আশাবাদী তিনি। কলেজের প্রিন্সিপাল ড. সিদ্ধার্থ গুপ্ত ছাত্রীদের এই সাফল্যকে অভিনন্দন জানিয়েছেন।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version