Monday, August 25, 2025

সুদানের সেরামিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। মৃত্যু কমপক্ষে 23 জনের। তাদের মধ্যে 18 জন ভারতীয় রয়েছেন বলে নিশ্চিত করেছে সুদানের ভারতীয় হাই কমিশন। সূত্রের খবর, সুদানের সলোমি অঞ্চলে সেরামিক ফ্যাক্টরিতে এলপিজি ট্যাঙ্কারে বিস্ফোরণ হয়। তীব্রতা এতটাই ছিল যে, সঙ্গে সঙ্গেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় কারখানা চত্বর। দমকল ও নিরাপত্তা কর্মীদের বহুক্ষণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সুদানের প্রশাসন সূত্রে খবর, বিস্ফোরণে কারখানাটা সম্পূর্ণ পুড়ে গিয়েছে। কারখানার শ্রমিকরা জানান, বিকট শব্দ পাওয়ার সঙ্গে সঙ্গেই আগুন লেগে যায়। সবাই প্রাণভয় পালাতে শুরু করেন। সুদান সরকারের অভিযোগ, কারখানাতে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছিল না।

বিস্ফোরণে সব মিলিয়ে 130 জন আহত হয়েছেন বলে খবর। ভারতীয় দূতাবাস জানিয়েছে, তার মধ্যেও রয়েছেন 7 ভারতীয়। চারজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের চিকিৎসা চলছে বিভিন্ন হাসপাতালে। কিন্তু চিকিৎসায় প্রয়োজন প্রচুর রক্ত। তাই স্থানীয়দের রক্তদানে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে সুদান সরকার।
ওই কারখানাটিতে 68 জন ভারতীয় কাজ করতেন। বিহার, উত্তর প্রদেশ, রাজস্থান, গুজরাট ও তামিলনাড়ু থেকে সেখানে গিয়েছেন শ্রমিকরা। এদিকে এই খবর প্রকাশিত হওয়ার পরেই চিন্তায় পড়েছেন সুদানে কাজ করতে যাওয়া শ্রমিকদের আত্মীয়রা। বিদেশ মন্ত্রকের মাধ্যমে যোগাযোগের চেষ্টা চালানো হচ্ছে।

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version