লতা মঙ্গেশকরের বিখ্যাত গান ‘লাগ যা গলে’। এই গান গেয়ে ২ বছরের খুদে ভাইরাল নেট দুনিয়ায়। হয়ত সে এখন পরিষ্কার ভাবে কথাও বলতে পারে না। তবে তার গলায় লতাজির গাওয়া গান শুনে মুগ্ধ গোটা নেট দুনিয়া। বিছানার উপর শুয়ে নিজের খেয়ালে গেয়ে চলেছে একরত্তি মেয়ে।

শুনে নিন তার গলায় গান…

আরও পড়ুন-দারিদ্র দূরীকরণে এক নম্বরে বাংলা: মুখ্যমন্ত্রী
