অধিবেশন মুলতুবি, বিধানসভায় যেতে চান ধনকড়

কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরে এবার বিধানসভাতেও যেতে চাইলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সেনেটের বৈঠকে তিনি যেতে চাওয়ার পরেই, বৈঠক বাতিল করে দেয় কর্তৃপক্ষ। কিন্তু তা সত্বেও বুধবার দুপুরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে যান রাজ্যপাল। এর পাশাপাশি, রাজ্যের সাংবিধানিক প্রধান যেতে চাইলেন বিধানসভাতেও। রাজভবনে বিল আটকে থাকায় বুধ ও বৃহস্পতিবার বিধানসভার অধিবেশন মুলতুবি থাকবে বলে জানিয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে নিজের টুইটার হ্যান্ডেলে ধনকড় লিখেছেন, “রাজ্যপাল একটি সাংবিধানিক পদ। এটি সরকারি রাবার স্ট্যাম্প নয়, যে কিছু না দেখেই সই করে দেবে।” কিন্তু বৃহস্পতিবার, সেখানে রাজ্যপাল যেতে চান বলে রাজভবনের সচিবালয় থেকে চিঠি পৌঁছেছে বিধানসভায়। সেই চিঠিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার দুপুরে বিধানসভায় যেতে চান জগদীপ ধনকড়।

জগদীপ ধনকড় দায়িত্ব নিয়ে আসার পর থেকেই গত তিনমাসে একাধিকবার সংঘাত হয়েছে রাজ্য ও রাজ্যাপালে। এবার তাতেই নতুন সংযোজন বিধানসভা ও কলকাতা বিশ্ববিদ্যালয়।

Previous articleআধো বোলে লতার ‘লাগ যা গলে’, নেট দুনিয়ায় ভাইরাল খুদে
Next articleকেজরিওয়ালকে প্রকাশ্যে ‘মিথ্যাবাদী’ বললেন গম্ভীর