Saturday, November 15, 2025

ভাইপো অজিত ও বিজেপির যোগাযোগের কথা জানতেন বলে স্বীকার করলেন পাওয়ার

Date:

মহারাষ্ট্রের ‘মহাভারত’ যেন আর শেষ হচ্ছে না! তিন দলের জোট সরকার তৈরি হয়ে যাওয়ার পরেও এনিয়ে রাজনৈতিক কৌতূহল, জল্পনা শেষ হওয়ার নাম নেই। এই এপিসোডে সূত্রধরের কাজ করেছিলেন এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার। তিনিই এবার স্বীকার করলেন ভাইপোর বিজেপি-যোগের তথ্য আগে জানার কথা। অথচ শারদের ভাইপো অজিত পাওয়ার যখন বিজেপির দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন তখন এই শারদই বলেছিলেন এর বিন্দুবিসর্গ জানতাম না, সবে ঘুম থেকে উঠে জেনেছি। এটা অজিতের ব্যক্তিগত সিদ্ধান্ত। তখনই যদিও অনেকে সংশয় প্রকাশ করে বলেছিলেন, ভাইপোর গতিবিধি কিছুই জানবেন না পাওয়ারের মত ধুরন্ধর রাজনীতিক, এটা হতেই পারে না। তখন এই বিষয়ে আলোচনা বেশিদূর না গড়ালেও এখন শারদ পাওয়ারের কথাতেই স্পষ্ট, তিনি ভাইপোর বিজেপি-যোগের কথা জানতেন।

এক সর্বভারতীয় চ্যানেলে শারদ পাওয়ার এই প্রসঙ্গে বলেছেন, কংগ্রেসের সঙ্গে বৈঠক চলাকালীন সেই দলের কয়েকজন নেতার সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়। তিনি রেগে বেরিয়ে যান। ওই বৈঠকে উপস্থিত ছিলেন অজিতও। এই ঘটনায় তিনি প্রচন্ড ক্ষুব্ধ হন। আর তার পরেই দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে যোগাযোগ করেন। অজিত ও বিজেপির মধ্যে যে কথাবার্তা চলছিল তা জানতেন বলে মেনে নিয়েছেন পাওয়ার। সেইসঙ্গে সাফাই দিয়েছেন, ব্যাপারটা যে সরকার গঠন পর্যন্ত গড়াবে তা নাকি বুঝতে পারেননি!

যদিও মহারাষ্ট্রে অবিজেপি সরকার তৈরির পর এখন শারদ পাওয়ারের একের পর এক চাঞ্চল্যকর দাবি ফের নতুন কৌতূহলের জন্ম দিচ্ছে।

Related articles

ক্লিনচিট বাংলার চিকিৎসককে: ২৪ঘণ্টা NIA জিজ্ঞাসাবাদ উত্তর দিনাজপুরের যবুককে

প্রায় ২৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে ক্লিনচিট বাংলার চিকিৎসককে। দিল্লি বিস্ফোরণের পিছনে যে হোয়াইট কলার মডিউলের অনুসন্ধান শুরু করেছে...

ইডেন থেকেই হাসপাতালে, চোট পাওয়া গিলকে নিয়ে আশঙ্কার কালো মেঘ

শনিবার সকাল থেকে শুভমান গিলকে(Suhbhaman Gill) নিয়ে উদ্বেগ ছিল ভারতীয় শিবিরে। সন্ধ্যায় সেই উদ্বেগ আরও দ্বিগুণ হল।দ্বিতীয় দিনের...

আইনি প্রক্রিয়া শুরুতে বাধা, মহুয়ার বিরুদ্ধে CBI-কে শুধু চার্জশিট দেওয়ার অনুমতি লোকপালের

কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চার্জশিট দেওয়ার অনুমতি দিল লোকপাল (Lokpal)। চার সপ্তাহের মধ্যে...

এবার বাজেয়াপ্ত নীলবাতি গাড়ি: স্বর্ণ ব্যবসায়ী খুনে ক্রমশ স্পষ্ট বিডিও-র যোগ

বেলদার স্বর্ণ ব্যবসায়ীর খুনে রাজগঞ্জের বিডিও-র নীলবাতি গাড়িই ব্যবহার হয়েছিল, এমন অভিযোগ উঠেছে তথ্য প্রমাণের ভিত্তিতে। এবার তদন্তের...
Exit mobile version