Wednesday, August 27, 2025

‘রাজ্যের সেরা’ হওয়ার দৌড়ে বাঁকুড়ার সারদামণি মহিলা মহাবিদ্যাপীঠ

Date:

কলেজ লেভেল পার করে ডিভিশন লেভেল। দুরন্ত গতিতে ছুটছে বাঁকুড়া জিলা সারদামণি মহিলা মহাবিদ্যাপীঠ। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে অনুষ্ঠিত যুব সংসদ(ইয়ুথ পার্লামেন্ট) প্রতিযোগিতায় ডিভিশন লেভেল পার করে রাজ্যের সেরা হওয়ার দৌড়ে বাঁকুড়া জিলা সারদামণি মহিলা মহাবিদ্যাপীঠ। বাঁকুড়া জেলার মধ্যে সারদামণি কলেজই এই প্রথমবার এই কৃতিত্ব অধিকার করেছে। যা বাঁকুড়াবাসীদের এক গর্ব বলাই চলে।

জেলাস্তরের প্রতিযোগিতায় ‘জেলার সেরা’ হয়ে সারদামণি কলেজ অংশ নেয় ডিভিশন লেভেলে। সেখানে বাঁকুড়া জেলা ছাড়া অংশ নিয়েছিল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলা। ডিভিশন লেভেলের সেই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে কলেজের ছাত্রীরা। পাশাপাশি তাৎক্ষণিক বক্তৃতা ও বিরোধী দলনেত্রী এই দুই বিভাগেই পাঁচ জেলার মধ্যে প্রথম হয় এই কলেজেরই ইংরাজী বিভাগের ছাত্রী দ্বীপানীতা মুখার্জী।

এবার লক্ষ্য রাজ্যস্তরের স্বীকৃতি। সেই লক্ষ্যেই জানুয়ারিতে রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে বাঁকুড়া জিলা সারদামণি মহিলা মহাবিদ্যাপীঠ। সেখানেও বাজিমাত করতে চান কলেজের ছাত্রীরা। চলছে পুরোদমে প্রস্তুতি, পরিশ্রম ও অনুশীলন। পুরো কর্মকান্ডের পিছনে রয়েছেন কলেজেরই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা ড. প্রিয়াঙ্কা ব্যানার্জী । ওনার উৎসাহেই কলেজের মেয়েরা এই কৃতিত্বের অধিকারী হয়েছে। আগামী দিনে অর্থাৎ জানুয়ারিতে রাজ্যস্তরে প্রথম হওয়ার বিষয়ে যথেষ্ট আশাবাদী তিনি। কলেজের প্রিন্সিপাল ড. সিদ্ধার্থ গুপ্ত ছাত্রীদের এই সাফল্যকে অভিনন্দন জানিয়েছেন।

Related articles

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...

নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের 

নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল...
Exit mobile version