লোকের বাড়িতে কাজ করে সংসার চালাচ্ছেন ৯ বার এভারেস্টে পা রাখা শেরপা

সৎ উপায়ে উপার্জনের জন্য কোনও পেশাই ছোট নয়। প্রতিটি মানুষই নিজের মেধা ও যোগ্যতা অনুযায়ী রোজগার করে অথবা পেশা সঠিক করে। কিন্তু তখনই তাঁর প্রতি অন্যায় হয়, যখন তিনি নিজের যোগ্যতা বা মেধা অনুযায়ী কাজ পান না। এই উদাহরণ গোটা দুনিয়া জুড়ে ভুরি ভুরি আছে। এবার সেই তালিকায় নয়া সংযোজন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলা নেপালের মহিলা শেরপা লাকপা।

একবার-দু’বার নয়, রীতিমতো ন’বার-ন’বার এভারেস্ট শৃঙ্গে উঠেছেন এই শেরপা। নেপালি সমাজে যা রীতিমতো দৃষ্টান্তমূলক। কিন্তু বিশ্বরেকর্ডধারী এই মহিলা শেরপার এখন লোকের বাড়িতে কাজ করেই দিন গুজরান হয়।

সকাল ছ’টা বাজলেই চোখের পাতা খুলে ছুটতে হয় বাজারে। সিঙ্গল মাদার লাকপা দুই মেয়েকে মানুষ করতেই এখন জীবন যুদ্ধে লোকের বাড়িতে কাজ করতে বাধ্য হচ্ছেন। ২৫ বছর বয়সী লাকপা একটা সময় ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু সে স্বপ্ন স্বপ্নই রয়ে গিয়েছে। এখন তাঁকে পরিচারিকার কাজ করতে হচ্ছে। যদিও লাকপা হাসিমুখে ভাগ্যের পরিহাস মেনে নিয়েছেন।

Previous articleসংসদে পেশ করার আগেই ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিলের গোপনীয়তা বাড়াচ্ছে কেন্দ্র
Next articleত্রিকোণ প্রেমের কাঁটা সরাতে ফাঁদ! মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে যুবক