এনআরসি-র বিরোধিতায় আরেক স্বাধীনতা আন্দোলনের ডাক মমতার

0
4

এনআরসি-র বিরোধিতায় আরেক স্বাধীনতা আন্দোলনের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার, মেয়ো রোডে তৃণমূল আয়োজিত সংহতি দিবস পালন অনুষ্ঠানে যোগ দিয়ে মমতা বলেন, স্বাধীনতার ৭২ বছর পরেও নাগরিকত্ব বিচার করা নেহাতই অযৌক্তিক। তিনি স্পষ্ট জানান, তিনি এনআরসি মানেন না। যুক্তি দিয়ে তিনি বলেন, নাগরিকরা যদি ভুয়ো হন, তাহলে তো তাঁদের ভোটে জেতা সরকারও ভুয়ো। সেই যুক্তিতে মোদি সরকারকেও ভুয়ো বলে কটাক্ষ করেন তিনি। এনআরসি ও নাগরিকত্ব বিল নিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে তৃণমূলের নেতা-কর্মীদের বোঝাতে বলেন তিনি।

রাজ্যের ৩ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেই ভরাডুবি হয়েছে বিজেপির। কালিয়াগঞ্জ ও করিমপুরে এনআরসি ইস্যুতেই যে এই পরিণতি তা মেনে নিয়েছে গেরুয়া শিবিরও। ৩ আসনের ফলের পরে এদিন জনসভা থেকে তৃণমূল নেত্রী স্পষ্ট বার্তা দেন, যে আগামী দিনে এনআরসি ইস্যুকেই হাতিয়ার করবে দল। এ রাজ্যে কোনও ভাবেই নাগরিকত্ব আইন কার্যকর হতে দেওয়া হবে না বলে জানান মমতা। তিনি বলেন, “যদি একজনকেও তাড়ানো হয়, তবে দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের ডাক দেবে তৃণমূল”। দলীয় নেতা, কর্মীদের সেই আন্দোলনে সামিল করা শপথ করান তৃণমূল নেত্রী। এদিন ফের অর্থনীতির বেহাল দশা, বেকারত্ব থেকে পেঁয়াজের দাম বিভিন্ন ইস্যুতেও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন মমতা।