মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমি আলোচনা করতে চাই। বিধানসভায় সংবিধান প্রণেতা বি আরআম্বেদকরের মূর্তিতে মালা দিতে এসে এমনটাই জানালেন রাজ্যপাল জাগদীপ ধনকড়।

এদিন তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার তাঁর কথা হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি আলোচনায় বসতে চান। নবান্ন, রাজভবন কিংবা যেকোনও জায়গায় যেকোন সময় মুখ্যমন্ত্রী চাইলে তিনি আলোচনা করতে রাজি আছেন। তাঁর বক্তব্য, সংবিধানে আলোচনাই সমাধানের একমাত্র পথ।
