Wednesday, November 19, 2025

সাজানো এনকাউন্টার হলেও আমজনতা সাধুবাদ জানাচ্ছে হায়দরাবাদ পুলিশকে

Date:

ঘটনার দশ দিনের মাথায় ভোর সাড়ে তিনটেতে হায়দরাবাদের পৈশাচিক ধর্ষণকাণ্ডের অপারাধীদের নিয়ে যাওয়া হয়েছিল সেই কালভার্টের কাছে, যেখানে সারা রাত ধরে তরুণী ডাক্তারকে ধর্ষণের পর জ্বালিয়ে দেওয়া হয়েছিল। ভোর রাতে নিয়ে যাওয়ার কারণ হল, যাতে জনতার আক্রমণের মুখোমুখি হতে না হয়। চার অপরাধীকে নিয়ে যাওয়ার আগে নিশ্চিতভাবে আঁটসাঁটো পুলিশি ব্যবস্থা রাখা হয়েছিল ৪৪ নম্বর জাতীয় সড়কের আশপাশে। কারণ, বহু আলোচিত মামলা। তার মাঝখান থেকে পালিয়ে যাওয়া কার্যত অসম্ভব। তা সত্ত্বেও কীভাবে পালানোর চেষ্টা? তথ্যভিজ্ঞ মহল বলছে, এটা আসলে পশ্চিমবঙ্গে সাতের দশকে রাজনৈতিক বন্দিদের এনাকাউন্টারে খুনের চেষ্টার রেপ্লিকা। কার্যত এটা পূর্ব পরিকল্পিত। যে জঘন্য অপরাধ তারা করেছে, তার দৃষ্টান্তমূলক শাস্তির দরকার ছিল। জনমানসে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে, তাতে সকলেই এই অপরাধীদের মৃত্যুদণ্ড চাইছেন। ফলে বিরূপ প্রতিক্রিয়ার কোনও সুযোগই নেই। সকলেই সাধুবাদ জানাবেন। বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতায় নির্ভয়া কাণ্ডের অপরাধীরা এখনও বহাল তবিয়তে বেঁচে। আর সে নিয়ে আমজনতা মোটেই খুশি নয়। তাই ঘটনার পুনর্নিমাণ আসলে একটা অজুহাত মাত্র। রাজনৈতিক মহলের অনেকেই বলছেন, তেলেঙ্গানা সরকারের প্রচ্ছন্ন মদতেই এই প্লট সাজানো হয়েছিল। দরকার ছিল কড়া বার্তা দেওয়া গোটা দেশকে। যা নিয়ে গোটা দেশ সকাল থেকে সাধুবাদ জানাচ্ছে পুলিশকে।

Related articles

সংশোধনাগারের কর্মীদের তথ্য হবে ডিজিটালাইজড: নিয়োগ হচ্ছে কর্মী

সংশোধনাগার দফতরের কাজকর্মকে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করে তুলতে রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে কর্মরত প্রায় ৪ হাজার কর্মীর সার্ভিস...

নাগরিকত্বের জন্য অনশনে মতুয়ারা, লন্ডনে প্রমোদ ভ্রমণে শান্তনু ঠাকুর!

নাগরিকত্ব থাকবে, না যাবে? আবার কি নতুন করে প্রমাণ করতে হবে যে তাঁরা ভারতীয়? এই দুশ্চিন্তায় যখন গোটা...

স্বর্ণব্যবসায়ী খুনে গ্রেফতার আরও ১: দোষীদের মোবাইলে বিডিও-যোগ

নিউটাউনের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনে চতুর্থ গ্রেফতারি বিধাননগর গোয়েন্দা বিভাগের। কোচবিহার থেকে বিবেকানন্দ সরকার নামে এক যুবককে গ্রেফতার...

পরিষেবা ও কাজে খামতি কোথায়: পঞ্চায়েতের মূল্যায়নে এবার শুরু বৈঠক

রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের শেষ নেই। সাধারণ মানুষের কাছে স্থানীয় প্রশাসনের মাধ্যমেই পৌঁছে দিয়ে থাকে রাজ্যের প্রশাসন। তবে পঞ্চায়েতগুলি...
Exit mobile version