পুলিশকে কৃতজ্ঞতা হায়দরাবাদ কাণ্ডে মৃতার বাবার

‘আমি পুলিশ এবং রাজ্য সরকারকে গোটা ঘটনার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। এবার হয়তো আমার মেয়ের আত্মা শান্তি পেল।’ ভোররাতে চার অভিযুক্তকে এনকাউন্টার-এর পর এমনই প্রতিক্রিয়া জানালেন মৃত পশু চিকিৎসকের বাবা।

ঘটনার মাত্রব দশদিন কাটতে না কাটতেই শুক্রবার ভোরে এনকাউন্টারে খতম হয়েছে হায়দরাবাদে পশু চিকিত্‍‌সক ধর্ষণ-খুন কাণ্ডে চার অভিযুক্ত মহম্মদ আরিফ, নবীন, চিন্তাকুন্তা কেশাবুলু ও শিবাকে। ঘটনার পুনর্নির্মাণের জন্য শুক্রবার ভোর রাতে তাদের নিয়ে যাওয়া হয় চাতানপল্লির কালভার্টের কাছে যেখানে তরুণীর দগ্ধ দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, সেখান থেকে পালানোর চেষ্টা করে চার অভিযুক্ত। ৪৪ নম্বর জাতীয় সড়কের উপর তাদের এনকাউন্টার করে পুলিশ। চার অভিযুক্তের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সাইবারাবাদ পুলিশ।

Previous articleহায়দরাবাদ গণধর্ষণ-খুনে এনকাউন্টারে মৃত চার অভিযুক্ত
Next articleনির্ভয়ার বাবা-মা বললেন, দিল্লি পুলিশ দেখে শিখুক