দেশ থেকে নিখোঁজ ৩.১৮ লাখ শিশু, প্রথম মধ্যপ্রদেশ, বাংলা কত?

0
2

এই মুহূর্তে সারা ভারতে নিখোঁজ হয়ে যাওয়া শিশুর সংখ্যা শুনলে ভীত হতেই হবে৷

২০১৪ সালের ১ জানুয়ারি থেকে ২০১৯ সালের ৪ ডিসেম্বর পর্যন্ত নথিভুক্ত করা মোট নিখোঁজ হওয়া শিশুর সংখ্যা ৩,১৮,৭৪৮ জন৷ সংসদে এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি এই তথ্য পেশ করেছেন৷ মন্ত্রী বলেছেন,
সব থেকে বেশি শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশে, সংখ্যাটা ৫২,২৭২ জন। মধ্যপ্রদেশের পরেই শিশু নিখোঁজের ঘটনায় দ্বিতীয় স্থানেই রয়েছে পশ্চিমবঙ্গ! ওই সময়কালে মোট ৪৭,৭৪৪ জন শিশুর নিখোঁজের ঘটনা রয়েছে বাংলায়৷ এবং মোদির রাজ্য গুজরাট রয়েছে তৃতীয় স্থানে৷ গুজরাটে শিশু নিখোঁজ হওয়ার সংখ্যাটা ৪৩,৬৫৮ জন। দিল্লি থেকে মোট à§©à§­,৪১৮ জন শিশু নিখোঁজ হয়েছে৷ নাগাল্যান্ড, মিজোরাম, লাক্ষাদ্বীপ এবং দাদরা ও নগর হাভেলি থেকে কোনও শিশুর নিখোঁজ হওয়ার তথ্যই মেলেনি। স্মৃতি ইরানি বলেছেন, নিখোঁজ বাচ্চাদের বিবরণ ‘ট্র্যাক-চাইল্ড’ এবং ‘খোয়া-পায়া’ ওয়েব পোর্টালে আপলোড করা হয়েছিল। এই ওয়েব পোর্টালগুলি নিখোঁজ শিশুদের সন্ধান চালাতে ব্যবহার করা হয়।

[]=[]=[]=[]=[]=[]=[]=[]=[]

[•] দেশে নিখোঁজ শিশুর সংখ্যা মোট ৩.১৮ লক্ষ৷

[•] সব থেকে বেশি শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশে, ৫২,২৭২ জন৷

[•] দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ, নিখোঁজ শিশুর সংখ্যা ৪৭,৭৪৪ জন৷

[•] শিশু নিখোঁজের ঘটনায় গুজরাট রয়েছে তৃতীয় স্থানে,মোট ৪৩,৬৫৮ জন৷

তথ্য অনুসারে, ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে ২০১৯ সালের ৪ ডিসেম্বর পর্যন্ত পোর্টালগুলিতে নথিভুক্ত করা এবং আপলোড করা মোট নিখোঁজ হওয়া শিশুর সংখ্যা ৩,১৮,৭৪৮ জন৷

[]=[]=[]=[]=[]=[]=[]=[]=[]

মন্ত্রী আরও বলেন, “ট্র্যাকচাইল্ডের হিসেবে, সিকিওর ফাইল ট্রান্সফার প্রোটোকল বা SFTP-র মাধ্যমে সারা দেশে ‘নিখোঁজ’ হিসাবে চিহ্নিত শিশু, উদ্ধার হওয়া শিশু এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে থাকা শিশুদের ছবি বিনিময়ের জন্য ১৬ মে, ২০১৮ থেকে নিয়মিত ভিত্তিতে একটি ব্যবস্থা তৈরি করা হয়েছে।
এই ৩.১৮ লক্ষ শিশুর মধ্যে সনাক্ত করা শিশুর সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর উদ্যোগ,’সুফল বাংলা স্টল’-এ মিলবে ৫৯ টাকায় পেঁয়াজ