উন্নাওয়ের নির্যাতিতার মৃত্যুতে শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

48 ঘণ্টার লড়াই শেষ হয় শুক্রবার রাতে। মৃত্যু হয় উন্নাওয়ের নির্যাতিতার। শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ যখন হায়দরাবাদ ধর্ষণ-খুন কাণ্ডের অপরাধীদের এনকাউন্টারে মৃত্যুর খবর সারাদিন তোলপাড় করেছিল গোটা দেশকে, উৎসবে মেতেছিলেন দেশের মহিলারা, ঠিক তখনই সুবিচারের আশা মনের মধ্যে রেখেই নীরবে চলে গেলেন উন্নাওয়ের নির্যাতিতা। এদিন রাত 11:40 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই তরুণী। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার সকাল 11:55 নাগাদ নিজের টুইটার হ্যান্ডেলে উন্নাওয়ের নির্যাতিতার মৃত্যুতে দুঃখ প্রকাশ করে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘দুঃখিত, নৃশংসতার কোনও সীমা নেই।’ মুহুর্তের মধ্যে মমতার এই টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।