Wednesday, November 12, 2025

‘মোনালিসা’, লিওনার্দো দা ভিঞ্চির যুগান্তকারী সৃষ্টি যা নিয়ে ঐতিহাসিক ভাবনা যেমন রয়েছে, তেমনই রয়েছে বর্তমান ভাবনাও। বর্তমান প্রজন্মও কারোর হাসি সুন্দর, এটা বলার সময় ‘মোনালিসা’-র সেই হাসির সঙ্গেই তুলনা করে থাকে। ‘মোনালিসা’-র হাসি ও চাহনি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সম্পদ। যেদিকেই আপনি তাকান না কেন, ‘মোনালিসা’-র দৃষ্টি আপনাকেই অনুসরণ করবে, এমনটাই ধারণা রয়েছে বিভিন্ন মহলে। কিন্তু সম্প্রতি এই ধারণাকে নাকচ করেছেন এক বিজ্ঞানী।

জার্মানির বিয়েলেফিল্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিদ গ্যারন্ট হর্সম্যান বিস্তারিত আলোচনার মাধ্যমে দেখিয়েছেন যে, ‘মোনালিসা’-র চোখ কখনোই দর্শকদের অনুসরণ করে না। প্রকৃতপক্ষে ‘মোনালিসা’-র চোখ দর্শকদের ডান দিক থেকে 15.4 ডিগ্রিতে কৌশিকভাবে অবস্থান করে। হর্সম্যান মন্তব্য করেছেন যে, এই কৌশিকতার জন্যই দর্শকরা বিভ্রান্ত হন। আর এই 15.4 ডিগ্রি অবস্থান করাকেই ‘মোনালিসা এফেক্ট’ বলে এতদিন সকলের সামনে তুলে ধরা হয়েছে।

বিজ্ঞানীর বক্তব্য, এই ‘মোনালিসা’-কে যদি আপনি আপনি সোজাভাবে বা ডানদিক থেকে দেখেন, তাহলে এই এফেক্ট কার্যকরী হবে। কিন্তু তা আপনার 5 ডিগ্রির মধ্যেই আবদ্ধ থাকবে। কিন্তু কোনওভাবেই যে কোনও দিক থেকে দেখলেই ‘মোনালিসা’-র দৃষ্টি ঘুরে যাবে, এমনটা সত্যি নয়। পুরোটাই ভ্রান্ত ধারণা।

এই জার্মান বিজ্ঞানী মন্তব্য ঘিরে বিভিন্ন মহলে আলোচনা-পর্যালোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কেউ কেউ বিজ্ঞানী হর্সম্যানকে সমর্থন করেছেন, আবার কেউ কেউ বিরোধিতা করেছেন। তবে সমর্থন হোক বা বিরোধিতা, ‘মোনালিসা’ থাকবে ‘মোনালিসা’-তেই।

Related articles

দেশে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে ফাজিল! ফলপ্রকাশের পরে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

দেশের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম মাদ্রাসার দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছে সেমেস্টার পদ্ধতিতে। উচ্চ মাধ্যমিকের মতো মাদ্রাসার ফাজিল ২০২৬-এর পরীক্ষা...

অর্পিতার সঙ্গে সম্পর্ক কী, কাদের নিয়ে পরিবার? খোলাখুলি উত্তর পার্থর

শিক্ষক নিয়োগ মামলায় তাঁর গ্রেফতার হওয়ার পরেই গ্রেফতার হন তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukharjee)। জামিন পেয়ে বাড়ি...

ডবল ইঞ্জিনের গোয়ায় কোটি টাকার চাকরি কেলেঙ্কারি! জড়িত বিজেপি মন্ত্রিসভার সদস্য ও উচ্চপদস্থ আমলা

ফের ডবল ইঞ্জিন সরকারের দুর্নীতি ফাঁস। কোটি কোটি টাকার 'চাকরির বিনিময়ে নগদ' কেলেঙ্কারির এক মূল অভিযুক্ত গোয়ার (Goa)...

এখনও গুটখা-তামাকযুক্ত পান মশলা বিক্রি নিষিদ্ধ বাংলায়, মেয়াদ চলবে কতদিন

আরও এক বছর গুটখা ও তামাকযুক্ত পান মশলা (Pan Masala) বিক্রির নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গে (West Banegal)। গত ৭ নভেম্বর...
Exit mobile version