Saturday, May 10, 2025

হায়দারাবাদের টিম ইন্ডিয়ার যে দুরন্ত পারফরম্যান্স ব্যাটে-বলে চোখে পড়েছিল, তার পুনরাবৃত্তি হল না তিরুবনন্তপুরমে। বোলিং বিভাগের পারফরম্যান্স দেখা যাবে দ্বিতীয় ইনিংসে, তবে ব্যাটিং বিভাগের কথা বলতে গেলে বলতেই হবে রবিবার সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে ভারতের ব্যাটিং লাইনআপ ছিল ভীষণ নড়বড়ে। কোনওক্রমে দেড়শোর গণ্ডি পেরোতে সক্ষম হয় ভারত।

টস জিতে প্রথমে কল করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। এর ফলে রবিবারের সন্ধ্যেতে যখন গ্যালারিতে বসে থাকা দর্শকরা বিরাট-রোহিতদের ব্যাটিং ঝড় উপভোগ করবে বলে আশায় বুক বেঁধেছিল, ঠিক তখনই মাত্র 11 রানে লোকেশ রাহুল ফিরে যান। এমনকি ‘হিটম্যান’ রোহিত শর্মা ও ক্যাপ্টেন কোহলির ব্যাটও আজ কথা বলল না। ফলে হতাশা নেমে এসেছিল গোটা গ্যালারিতে। ঠিক তখনই দলের তরুণ তুর্কি শিবম দুবের অর্ধশতরান কার্যত স্বস্তি এনে দিয়েছিল টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে।

সাধারণত তিন নম্বরে খেলতে নামতে দেখা যায় বিরাট কোহলিকে। কিন্তু স্বাভাবিকতার বাইরে গিয়ে আজ প্রথম তিন নম্বরে নামানো হয় শিবমকে। এই সিদ্ধান্ত ঠিক না ভুল তা নিয়ে যখন গ্যালারিতে চুলচেরা বিশ্লেষণ চলছিল, তখন শিবম নীরবে নিজের ব্যাট দিয়ে জবাব দিয়ে গেলেন। দলের খারাপ পরিস্থিতিতে শিবমের 54 রান খুব তাৎপর্যপূর্ণ। এছাড়া 33 রানের একটি অপরাজিত ছোট ইনিংস খেলেছেন ঋষভ পন্থ। সব মিলিয়ে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে অবশেষে 170 রান করল টিম ইন্ডিয়া। এই লক্ষ্যমাত্রায় ক্যারিবিয়ানরা পৌঁছতে পারে কিনা, এখন সেটাই দেখার।

 

Related articles

কাশ্মীর থেকে রাজস্থান, ২৬ জায়গায় পাক হামলা! পঞ্জাবে আহত ৩

রাত বাড়তেই ভারতের সীমান্তবর্তী একের পর এক জায়গায় হামলার চেষ্টা পাকিস্তানের। পাকিস্তানের ড্রোন হামলায় পঞ্জাবারে ফিরোজপুরে একই পরিবারের...

IMF-এর ঋণ জঙ্গি কার্যকলাপে ব্যবহার! পাকিস্তানকে সাহায্যের বিরোধিতা ভারতের

আন্তর্জাতিক সংস্থা থেকে দেশের উন্নয়নে যে অর্থ সাহায্য করা হয় তা পাকিস্তান রাষ্ট্রপরিচালিত সন্ত্রাসবাদের (cross border terrorism) পিছনে...

পাকিস্তান উপাসনার স্থানেই আঘাত করছে: উদাহরণ পেশ বিদেশ মন্ত্রকের

পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা পহেলগামে নির্দিষ্ট ধর্মীয় ক্ষেত্রে আঘাত করেছিল, যা ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভাঙার একটি ব্যর্থ চেষ্টা বলে...

ভারত-পাক উত্তেজনায় কলকাতা বিমানবন্দরে হাই-অ্যালার্ট! বাতিল ছুটি, চলছে কড়া নজরদারি 

পহেলগামে জঙ্গিহামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাল্টা অভিযানে উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশের পারস্পরিক সম্পর্ক। এমন...
Exit mobile version