Sunday, August 24, 2025

প্লাজাই চার্চিলের জয়ের কান্ডারী! ঘরের মাঠে জয় অধরা মোহনবাগানের

Date:

ঘরের মাঠে হার বাঁচাতে পারল না মোহনবাগান। চার্চিল ব্রাদার্সের কাছে আই লিগের দ্বিতীয় ম্যাচেও লজ্জাজনক হার হল কিবু ভিকুনার ছেলেদের। ম্যাচ শুরুর আগে বাংলার ময়দানে কান পাতলে শোনা যাচ্ছিল প্লাজার থেকে টিপস নিয়েই মোহনবাগানের বিরুদ্ধে অঙ্ক কষেছিলেন চার্চিল কোচ বার্নার্ড তাভার্স। প্লাজার ওপর ভরসাও রেখেছিলেন তিনি। সেই ভাষার দাম দিয়েছেন প্লাজাও। কল্যাণীতে রবিবাসরীয় ম্যাচে চার্চিলের ত্রাতা হয়ে উঠেছিলেন প্লাজাই। মূলত, তার পায়ের ওপর ভর করেই 4-2 গোলে দূরন্ত জয় ছিনিয়ে নিল চার্চিল ব্রাদার্স।

প্রথমার্ধের খেলা শুরু হওয়ার মাত্র দু’মিনিটের মধ্যে প্রথম গোল করে প্লাজা। সেই গোল শোধ করতে কালঘাম ছুটে যায় সালভা চামোরোদের। রক্ষণভাগ সাজিয়ে যখন প্রথম গোল শোধ করার জন্য মরিয়া মোহনবাগান, ঠিক তখন 28 মিনিটের মাথায় চার্চিলের হয়ে দ্বিতীয় গোল করলেন প্রিমাস। এরপর ম্যাচের বয়স যখন 33 মিনিট, তখন কোনওক্রমে পেনাল্টি থেকে গোল শোধ করেন ফ্রান্স গঞ্জালেজ। প্রথম গোল শোধ করে যখন একটু স্বস্তিতে বাগান স্পানিশ কোচ কিবু ভিকানা, ঠিক তখনই 36 মিনিটের মাথায় দলের তৃতীয় গোল করেন প্লাজাই। হাফ টাইমের আগে কার্যত 3-1 ছিল স্কোরলাইন।

দ্বিতীয়ার্ধ ছিল কার্যত প্রথমার্ধের ‘রিপিট টেলিকাস্ট’। মোহনবাগানকে কার্যত কোণঠাসা করে দিয়েছিল চার্চিলের ডিফেন্স ফুটবলাররা। 76 মিনিটের মাথায় চতুর্থ গোল করেন আবু বাকার। কল্যাণীর গ্যালারিতে বসে থাকা বাগান সমর্থক যখন ভাবছিলেন তিন গোল খেয়ে মাঠ ছাড়তে হবে, ঠিক তখন ম্যাচের শেষলগ্নে 90 মিনিটের মাথায় বঙ্গসন্তান শুভ ঘোষের গোলে কিছুটা হলেও মান রক্ষা হল মেরিনার্সদের। অবশেষে 4-2 স্কোরলাইন ম্যাচ শেষ হয়। ফলে হেরে গিয়ে 3 পয়েন্ট নষ্ট করল মোহনবাগান। রবিবাসরীয় ম্যাচে হতাশ হয়েই ম্যাচ ছাড়তে হল বাগান সমর্থকদের।

Related articles

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...
Exit mobile version