Wednesday, November 12, 2025

প্লাজাই চার্চিলের জয়ের কান্ডারী! ঘরের মাঠে জয় অধরা মোহনবাগানের

Date:

ঘরের মাঠে হার বাঁচাতে পারল না মোহনবাগান। চার্চিল ব্রাদার্সের কাছে আই লিগের দ্বিতীয় ম্যাচেও লজ্জাজনক হার হল কিবু ভিকুনার ছেলেদের। ম্যাচ শুরুর আগে বাংলার ময়দানে কান পাতলে শোনা যাচ্ছিল প্লাজার থেকে টিপস নিয়েই মোহনবাগানের বিরুদ্ধে অঙ্ক কষেছিলেন চার্চিল কোচ বার্নার্ড তাভার্স। প্লাজার ওপর ভরসাও রেখেছিলেন তিনি। সেই ভাষার দাম দিয়েছেন প্লাজাও। কল্যাণীতে রবিবাসরীয় ম্যাচে চার্চিলের ত্রাতা হয়ে উঠেছিলেন প্লাজাই। মূলত, তার পায়ের ওপর ভর করেই 4-2 গোলে দূরন্ত জয় ছিনিয়ে নিল চার্চিল ব্রাদার্স।

প্রথমার্ধের খেলা শুরু হওয়ার মাত্র দু’মিনিটের মধ্যে প্রথম গোল করে প্লাজা। সেই গোল শোধ করতে কালঘাম ছুটে যায় সালভা চামোরোদের। রক্ষণভাগ সাজিয়ে যখন প্রথম গোল শোধ করার জন্য মরিয়া মোহনবাগান, ঠিক তখন 28 মিনিটের মাথায় চার্চিলের হয়ে দ্বিতীয় গোল করলেন প্রিমাস। এরপর ম্যাচের বয়স যখন 33 মিনিট, তখন কোনওক্রমে পেনাল্টি থেকে গোল শোধ করেন ফ্রান্স গঞ্জালেজ। প্রথম গোল শোধ করে যখন একটু স্বস্তিতে বাগান স্পানিশ কোচ কিবু ভিকানা, ঠিক তখনই 36 মিনিটের মাথায় দলের তৃতীয় গোল করেন প্লাজাই। হাফ টাইমের আগে কার্যত 3-1 ছিল স্কোরলাইন।

দ্বিতীয়ার্ধ ছিল কার্যত প্রথমার্ধের ‘রিপিট টেলিকাস্ট’। মোহনবাগানকে কার্যত কোণঠাসা করে দিয়েছিল চার্চিলের ডিফেন্স ফুটবলাররা। 76 মিনিটের মাথায় চতুর্থ গোল করেন আবু বাকার। কল্যাণীর গ্যালারিতে বসে থাকা বাগান সমর্থক যখন ভাবছিলেন তিন গোল খেয়ে মাঠ ছাড়তে হবে, ঠিক তখন ম্যাচের শেষলগ্নে 90 মিনিটের মাথায় বঙ্গসন্তান শুভ ঘোষের গোলে কিছুটা হলেও মান রক্ষা হল মেরিনার্সদের। অবশেষে 4-2 স্কোরলাইন ম্যাচ শেষ হয়। ফলে হেরে গিয়ে 3 পয়েন্ট নষ্ট করল মোহনবাগান। রবিবাসরীয় ম্যাচে হতাশ হয়েই ম্যাচ ছাড়তে হল বাগান সমর্থকদের।

Related articles

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...
Exit mobile version