বিধবা বিবাহের দিন স্মরণে মেদিনীপুরে বিধবা বিবাহ

বিধবা বিবাহের দিন স্মরণে মেদিনীপুরে বিধবা বিবাহ। বিধবা বিবাহের দিনটিকে স্মরণ করে শনিবার মেদিনীপুরের এক সংস্থার উদ্যোগে বিয়ে দেওয়া হল এক বিধবার। নাম সাথী প্রামাণিক, বাড়ি লালগড়ের সোনাকড়া গ্রামে। পাত্রের নাম স্বপন ঘোড়াই। বাড়ি মেদিনীপুর শহরের ঝর্নাডাঙায়।

এ বছর বিদ্যাসাগরের জন্মদ্বিশতবর্ষ পালিত হচ্ছে। ২৪ সেপ্টেম্বর ঘাটালের বীরসিংহ গ্রামে গিয়ে দ্বিশতবর্ষ অনুষ্ঠানের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

সংস্থার কর্ণধার অরিন্দম ভৌমিক বলেন, ‘অবিভক্ত মেদিনীপুর জেলার বীরসন্তান বিদ্যাসাগর বিধবা বিবাহ চালু করেছিলেন। তাঁর স্বপ্নকে সার্থক করার প্রয়াস চালাচ্ছি মাত্র।’

Previous articleবাঘাযতীনের জন্মদিবসে দিলীপের শ্রদ্ধার্ঘ্য
Next articleরোনাল্ডোকে টপকে লা লিগায় হ্যাটট্রিকের রেকর্ড মেসির