দেশ জুড়ে প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা। কোথাও অতিসক্রিয়তা, কোথাও নিষ্ক্রিয়তা আবার কোথাও এনকাউন্ট করে আলোচনার শীর্ষে পুলিশ। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার দেশে পুলিশ ও ফরেন্সিক সায়েন্স বিশ্ববিদ্যালয় তৈরি করতে চায় বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত কলেজ তৈরি হবে রাজ্যগুলিতেও।

পুনের ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চে নাগপুরের পুলিশ প্রধান এবং আইজিদের বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন অমিত শাহ। সেখানেই তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে পুলিশ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আইপিসি ও সিআরপিসিতেও পরিবর্তন আনার বিষয়েও জোর দেওয়া হবে। দায়িত্বশীল পুলিশের প্রশংসা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।