অভিজিৎ পাঞ্জাবি-জওহর কোটে, এস্থার সাজবেন শাড়িতে

মাত্র কয়েক ঘন্টা। তারপর বাঙালির হাতে উঠবে পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কার নোবেল। স্টকহোমে কলকাতার বাঙালি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় আজ গ্রহণ করবেন অর্থনীতিতে নোবেল পুরস্কার। সঙ্গে স্ত্রী এস্থার ডুফেল এবং মাইকেল ক্রিমার।

স্বামী-স্ত্রীর একসঙ্গে নোবেল পাওয়া নোবেল ইতিহাসে কার্যত বিরল। কনসার্টহুসেট, যেখানে আজ নোবেল অনুষ্ঠান হবে, সেখানে অভিজিৎ যাবেন বাঙালি পোশাকে পাজামা-পাঞ্জাবি আর জওহর কোটে। এবং সবচেয়ে আকর্ষণীয় হল স্ত্রী এস্থার পড়ছেন শাড়ি। গ্যালারিতে কারা থাকবেন? থাকছেন অভিজিতের মা নির্মলা আর ভাই অনিরুদ্ধ। এস্থারের বাবা-মাকেও দেখা যাবে গ্যালারিতে। সঙ্গে অভিজিৎ-এস্থার দুই সন্তান। অনুষ্ঠান শেষে তাঁরা মিলিত হবেন গ্র‍্যান্ড ডিনারে।

আরও পড়ুন-রামধনু দম্পতির সন্তান বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী

 

Previous articleসংশোধনাগারে তৈরি হবে গ্রিন সিটি
Next articleনতুন বছর থেকেই স্কুলে মোবাইল ব্যবহার নিষিদ্ধ হচ্ছে