সংশোধনাগার খালি। ইতিমধ্যেই আলিপুর ও প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে সরানো হয়েছে আবাসিকদের। নিয়ে যাওয়া হয়েছে অত্যাধুনিক মডেল সংশোধনাগার বারুইপুরে। এবার সেখানে গ্রিন সিটি তৈরির উদ্যোগ নিল রাজ্য সরকার। এবার পরিত্যক্ত ওই দুটি সংশোধনাগারের ভিতর বিধাননগর বা নিউটাউনের ধাঁচে গ্রিন সিটি তৈরির পরিকল্পনা করছে রাজ্য সরকার।

আরও পড়ুন- অশান্ত অসম, সীমানা পেরিয়ে বাংলায় আশ্রয়ের চেষ্টা!
প্রায় ১০০ একর জায়গা রয়েছে সেখানে। ওই জায়গায় বেশ কিছু ঐতিহ্যবাহী ভবন রয়েছে। সেগুলি বাদ দিয়ে বাকি খালি জায়গা প্লট হিসেবে বিক্রি করা হবে বলে নগরোন্নয়ন দফতর সূত্রে খবর। গড়ে উঠবে গ্রিন সিটি।
