লোকসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল পেশ ও পাশের দিন দলের সব সাংসদদের উপস্থিত থাকার হুইপ জারি করেছিল তৃণমূল। এনআরসি আর সিএবি-র বিরোধিতায় সরব তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই নীতিতে সামনে রেখেই সোমবার, লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশের পর তীব্র প্রতিবাদ জানান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কার্যত তাঁর বক্তব্যই বিরোধীদের কণ্ঠস্বর হয়ে ওঠে। কিন্তু আশ্চর্যজনক ভাবে এই গুরুত্বপূর্ণ অধিবেশনে অনুপস্থিত ছিলেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী ও ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। আর উপস্থিত থেকেও বসিরহাটের সাংসদ নুসরত জাহান ভোটাভুটির সময়ই অধিবেশন কক্ষ ছেডে় বেরিয়ে যান। যদিও নুসরতের দাবি ভোটে অংশ নিয়েছিলেন তিনি।

এটা নজরে পড়ে অনেকেরই। এই নিয়ে টুইটে তাঁকে ট্রোল করা হয়। তাঁর জবাবে নিজের বিষয়ে কিছু না বলেও সহকর্মী তথা বন্ধু মিমি ও দেবের হয়ে সুর চড়ান নুসরত। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, দেব ও মিমি গুরুত্বপূর্ণ শুটিংয়ে ব্যস্ত। “সংসদের কাজ ছাড়াও শুটিংটা আমাদের বাড়তি দায়িত্ব। সেখানে প্রতিদিন তিনশো লোক কাজ করেন”। এরপরেই এর রিটুইট হতে থাকে। এমনকী, নেটিজেনরা কটাক্ষ করে এও বলেন, মিমি, দেবের মতো সাংসদরাও জনগণের কাছে বাড়তি বোঝা।
