দেশে মেয়েদের আইপিএল শুরু করতে চান সৌরভ

বিশ্বজুড়ে জনপ্রিয় আইপিএল। টি-টোয়েন্টি ফরম্যাটে ক্রিকেটের এই মেগা ইভেন্ট দেখার অপেক্ষায় থাকেন ভারত তথা সারা দুনিয়ার ক্রিকেটপ্রেমীরা। দায়িত্বভার নিয়ে ক্রিকেটের নতুন নতুন ফরম্যাটের সূচনা করছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। পিঙ্ক বলের রাত-দিনের টেস্ট ম্যাচের পরে, এবার তিনি সূচনা করতে চাইছেন মেয়েদের আইপিএল-এর। তার জন্য আরও বেশি সংখ্যক মহিলা ক্রিকেটার প্রয়োজন বলে মনে করছেন তিনি।
আগামী চারবছরের মধ্যে মেয়েদের আইপিএল সম্ভাবনা রয়েছে বলে মত বাংলার মহারাজের। সংবাদ মাধ্যমে তিনি জানান, এর জন্য আরও বেশি মহিলা ক্রিকেটার প্রয়োজন। রাজ্য সংস্থাগুলিকে এবিষয়ে সচেষ্ট হতে হবে। গত কয়েক বছর ধরে মহিলা লিগ চালুর দাবি উঠেছে। সৌরভের মতে, বছর তিনেকের মধ্যে যদি ১৫০-১৬০ জন আন্তর্জাতিক মানে মহিলা ক্রিকেটার তৈরি হয়ে যান, তাহলে আইপিএল করা যেতেই পারে। বিসিসিআই যেভাবে মহিলা ক্রিকেটের উন্নতির জন্য তৎপর হয়েছে, তাতে এই সংখ্যাটা বাড়বে বলে আশাবাদী বোর্ড প্রেসিডেন্ট।

Previous articleএকশোজন বললেই ঠিক? এই হুজুগ মানবেন না: কুণাল
Next articleএবার রবীন্দ্র সরোবর লেকে সাঁতারুর রহস্য মৃত্যু