Sunday, November 16, 2025

বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ফিনল্যান্ডের সানা ম্যারিন মঙ্গলবার শপথ নিলেন। শপথ নিয়েই বললেন মানুষের জন্য কাজ করতে পারছি কিনা সেটাই বড় কথা।

১৯৮৫-র ১৬ নভেম্বর ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে সানার জন্ম। পুরো নাম সানা মিরেলা মারিন। ২০০৪-এ হাই স্কুল পেরোন। ২০০৭-এ স্নাতক, অ্যাডমিনিস্ট্রেটিভ সায়েন্সে। ২৭-এ রাজনীতিতে প্রবেশ। সিটি কাউন্সিল সদস্য সাতাশেই। এরপর চেয়ারপার্সন। ২০১৪ সালে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির সেকেন্ড ডেপুটি লিডার। পরের বছরই ৩০বছর বয়সে ফিনল্যান্ড পার্লামেন্টের সদস্য। 2019 এ দেশের পরিবহন ও যোগাযোগ দফতরের মন্ত্রী। আর ১০ ডিসেম্বর একেবারে প্রধানমন্ত্রী।

ম্যারিনের ব্যক্তিগত জীবন আকর্ষণীয়। যদিও নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখাই পছন্দ করেন তিনি। সমলিঙ্গের বাবা-মা। এলিজিবিটি পেরেন্টিংয়ের ফসল। এক্ষেত্রে একজন পুরুষ বা মহিলা একাই মানুষ করলেন শিশুকে। কিংবা পুরুষ-মহিলা জুটি যাঁদের একজন এলিজিবিটি মনস্ক। কোপেরেন্টিং, সারোগেসি, ডোনার ইন্সেমিনেশন, রেসিপ্রোক্যাল আইভিএফ-এর মাধ্যমে সন্তান লাভ করতে পারেন।

আর এই কারণেই নিজের শৈশব আড়ালে রাখতে চেয়েছেন ম্যারিন। বড় হয়েছেন মা আর তাঁর সঙ্গিনীর কাছে। পরিচয় দিতে গিয়ে বারবার নিজেকে গুটিয়ে নিয়েছেন।

এর আগে বিশ্বের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী ছিলেন ইউক্রেনের ওলেক্সি হোন্সারুখ। ৩৫ বছর বয়সে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেনের বয়সও ৪০ পেরোয়নি। জেসিন্ডার মতো ম্যারিনও সদ্য মা হয়েছেন। ম্যারিনের মেয়ের বয়স সবে দুই।

ম্যারিন অবশ্য এখনও বিয়ে করেননি। লিভ ইন করছেন মার্কাস রাইক্কোনেনের সঙ্গে। ভবিষ্যতে বিয়ে তো করতেই পারেন।

Related articles

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...
Exit mobile version