Wednesday, August 27, 2025

অসাংবিধানিক রাজ্যপাল, প্রতিবাদে রাজ্যসভা বয়কট তৃণমূলের

Date:

রাজ্য বিধানসভার ইস্যু এবার উঠে এলো রাজ্যসভায়। রাজ্যপালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে রাজ্যসভা বয়কট করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। তাঁদের স্পষ্ট দাবি, অবিলম্বে ডেকে পাঠাতে হবে রাজ্যপালকে। তাঁর অসাংবিধানিক আচরণের কৈফিয়ৎ চাইতে হবে কেন্দ্রকে।

মঙ্গলবার রাজ্যসভার অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তৃণমূল সাংসদরা অভিযোগ জানাতে থাকেন পশ্চিমবঙ্গ বিধানসভায় সাংবিধানিক সংকট তৈরি করছেন রাজ্যপাল জাগদীপ ধনকড়। সাংসদ সুখেন্দু শেখর রায়ের অভিযোগ, রাজভবনে পাঠানো এসসি-এসটি বিলটি রাজ্যপাল স্বাক্ষর করে ছাড়েননি। সাংসদদের অভিযোগ একইভাবে বেশকিছু বিল রাজ্যপাল আটকে রাখায় দুদিন বিধানসভার অধিবেশন বন্ধ রাখতে হয়। রাজ্যপাল কোনও সংশোধনী চাইলে জানাতে পারতেন। কিন্তু তিনি তা না করে বিলটি আটকে রেখেছেন এবং বিধানসভার চালানোর ক্ষেত্রে বাধা সৃষ্টি করছেন। তাই কেন্দ্রের উচিত তাঁকে ডেকে এই ঘটনার জবাব চাওয়া। উত্তেজিত সাংসদরা ওয়েলে নেমে আসেন। প্রতিবাদ জানাতে থাকেন। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু বলেন, রাজ্যপালের বিষয়ে সংসদের আলোচনা করা যাবে না। তাঁদের নিজের আসনে ফিরে যেতে বলেন। কিন্তু তা সত্ত্বেও তাঁরা প্রতিবাদ জারি রাখায় রাজ্যসভা টিভির সম্প্রচার বন্ধ করে দিতে বলেন স্পিকার নাইডু। প্রতিবাদে সভা ত্যাগ করেন তৃণমূল সাংসদরা। সুখেন্দু শেখর রায় বলেন রাজ্যপাল সংবিধান না মেনে বিজেপি নেতার মতো আচরণ করছেন। এই জিনিস মেনে নেওয়া যায় না। আমাদের প্রতিবাদ বিধানসভা থেকে সংসদ, সব জায়গায় চলবে। এদিন বিধানসভাতে এই বিলের ইস্যুতে বেনজিরভাবে তৃণমূল বিধায়করা বিধানসভা কক্ষের বাইরে এসে প্ল্যাকার্ড হাতে রাজ্যপালের বিরুদ্ধে বিক্ষোভ দেখান।

আরও পড়ুন-কংগ্রেসকে কেন সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দল বললেন অমিত শাহ?

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version