অশান্ত অসম, সীমানা পেরিয়ে বাংলায় আশ্রয়ের চেষ্টা!

অসমে বনধের প্রভাব পড়েছে কোচবিহারের অন্তঃরাজ্য সীমানা এলাকা বক্সিরহাটে। বন্ধ বাজার, হাট থেকে শুরু করে যান চলাচল। এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে অসমে বন্ধ চলছে। শুধু ব্যবসা নয়, বন্ধ রয়েছে বাস, অটো চলাচল। প্রশাসনের চিন্তা বাড়িয়ে রাতের অন্ধকারে অসম থেকে প্রচুর মানুষ এরাজ্যে আসছেন বলে সূত্রের খবর। অত্মীয়দের বাড়িতে থাকার নামে তাঁরা বাংলায় এসে আশ্রয় নিচ্ছেন বলে অভিযোগ। এই কারণে, ইতিমধ্যেই বক্সিরহাট সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে জেলা প্রশাসন। কোচবিহার জেলা পুলিশ সুপার সন্তোষ নিম্বলকর জানিয়েছেন, অসম বাংলা সীমান্তে পুলিশের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে।

মঙ্গলবার সকাল থেকেই বক্সিরহাটে ব্যবসা বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। ৩২ নম্বর জাতীয় সড়কের উপরে দাঁড়িয়ে রয়েছে সারিবদ্ধ পণ্যবাহী গাড়ি। কাঁচামাল, সবজি বোঝাই গাড়িগুলিও দাঁড়িয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাণিজ্যে প্রভাব পড়বে।

আরও পড়ুন-অসাংবিধানিক রাজ্যপাল, প্রতিবাদে রাজ্যসভা বয়কট তৃণমূলের