CAB নিয়ে ফের অশান্ত হতে পারে পাহাড়,18 ডিসেম্বর থেকে আন্দোলনে তামাং-রা

ফের অশান্ত হতে পারে পাহাড়৷ নাগরিকত্ব সংশোধনী বিল-এর বিরুদ্ধে এবার দার্জিলিং-এ শুরু হচ্ছে টানা আন্দোলন৷

বুধবার গোর্খা জনমুক্তি মোর্চা (তামাং)-এর সুপ্রিমো বিনয় তামাং 18 ডিসেম্বর থেকে দার্জিলিং পাহাড় জুড়ে অনির্দিষ্টকালের বিক্ষোভ শুরু করার হুমকি দিয়েছেন। মোর্চা নেতা ঘোষণা করেন, “আমরা GTA এলাকায় কেন্দ্রীয় সরকারি অফিসগুলিও 23 থেকে ঘেরাও করবো”৷

এদিন গোর্খা জনমুক্তি মোর্চা ( তামাং) তৃণমূল কর্মীদের সঙ্গে যৌথ ভাবে এই বিলের বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। বিলের কপি পুড়িয়ে মোর্চা নেতা বিনয় তামাং বলেন, ” যদি রাজ্যসভা বিলটি পাস করে, তবে দেশের নাগরিক এবং গোর্খাদের পক্ষে এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় হবে”। CAB এবং NRC-র বিরোধিতা করে তিনি বলেন, “ভুটান এবং নেপালের সঙ্গে বিভিন্ন চুক্তি পাহাড়ে বিষয়টিকে জটিল করে তুলেছে৷ সিএবির 5, 7, 14 নম্বর অনুচ্ছেদ এখানকার মানুষকে প্রভাবিত করবে। এই বিলের মাধ্যমে কেন্দ্রীয় সরকার ধর্মের ভিত্তিতে দেশকে বিভক্ত করার চেষ্টা করছে”। অসমের NRC তালিকা থেকে বাদ যাওয়ার মধ্যে প্রায় 1 লক্ষ গোর্খা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বলে দাবি করে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তোপ দাগেন৷

Previous articleরাজ্যসভাতেও পাশ নাগরিকত্ব সংশোধনী বিল
Next articleনজিরবিহীন এক গণ-বিবাহ! যা আপনাকেও আনন্দ দেবে