রাজ্যসভায় পাশ হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী বিল। সরকারের পক্ষে ১২৫-১০৫ ভোটে এই বিল পাশ হয়ে গেল সারাদিন বিতর্কের পর। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বলেন ইতিহাসের কালো দিন। অসাংবিধানিক এই বিল। সুপ্রিম কোর্টে যাচ্ছে কংগ্রেস। শিবসেনা ভোট বয়কট করে। তৃণমূল কংগ্রেসের আনা ১৪টি সংশোধনী বাতিল হয়েছে। বিল সিলেক্ট কমিটিতে যাচ্ছে না। বিলটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হচ্ছে৷ রাষ্ট্রপতির সিলমোহর লাগলেই এই বিল পরিনত হবে দেশের আইনে৷
