মোবাইল নম্বর পরিবর্তন না করে অপারেটর সংস্থা বদল এখন মাত্র ৩ দিনেই!

মোবাইল নম্বর পরিবর্তন না করে অপারেটর সংস্থা বদল এখন আরও সহজ হয়ে গেল । এই বিষয়ে মঙ্গলবার সংশোধিত বিজ্ঞপ্তি জারি করেছে ট্রাই (TRAI)। আগামী ১৬ ডিসেম্বর থেকে প্রতি পোর্ট নম্বরের অনুরোধ তিনদিনের মধ্যে শেষ করতে হবে সংশ্লিষ্ট টেলিকম সংস্থাকে। একটি নির্দিষ্ট সার্কেলের মধ্যে এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে ।

এক সার্কল থেকে অন্য সার্কলে নম্বর পোর্ট করার ক্ষেত্রে পাঁচ দিন সময় মিলবে।

নম্বর পোর্টের জন্য ইউনিক কোডের ক্ষেত্রেও বিভিন্ন শর্ত দিয়েছে ট্রাই। পোস্ট-পেইড মোবাইল সংরাগের ক্ষেত্রে গ্রাহককে তাঁর বর্তমান অপারটের সংস্থার সমস্ত পুরনো বকেয়া মেটাতে হবে। এছাড়াও কোনও অপারেটর সংস্থার নেটওয়ার্কে যোগ দেওয়ার ৯০ দিন পরেই এমএনপি-র জন্য আবেদন করা যাবে, তার আগে নয়।

Previous articleএকটু কমল তাপমাত্রা, হালকা শীতের আমেজ এখন চলবে
Next articleআজ রাজ্যসভায় পেশ হবে নাগরিকত্ব সংশোধনী বিল