বিজেপি মিথ্যার রাজনীতি করে। রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশের পরে আলোচনায় মন্তব্য করেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তিনি ভাষণে জানান, ডিসেম্বর বিনয়-বাদল-দীনেশের মৃত্যুর মাস। এরপরেই সুর ছড়িয়ে তিনি বলেন, “ব্রিটিশ তাড়িয়েছি আমরা। আমাদের দেশপ্রেম শেখাবেন না”।

বিজেপিকে কটাক্ষ করে তৃণমূল সাংসদ বলেন, গোয়েবলস একই মিথ্যা বারবার বলতেন। তাতে, মনে হতো সেটাই সত্যি। এখানেও তাই হচ্ছে। যে দল দেশের মানুষকে অন্ন-বস্ত্র-বাসস্থান দিতে পারেন না। সে কী অধিকার দেব? কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে মিথ্যার রাজনীতি করার অভিযোগ তোলেন ডেরেক ও’ব্রায়েন।

আরও পড়ুন-আচমকা স্থগিত প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, কারণ কী?
