রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভাষণে তিনি বলেন, বাংলায় অনেক শরণার্থী আছেন। এই বিল নিয়ে তাঁদের অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে যাঁরা বাংলায় এসেছেন, তাঁরা নাগরিকত্ব পাবেন।

যদিও রাজ্যসভায় এই বিলের বিরোধিতা করেছেন তৃণমূল সাংসদরা। ডেরেক ও’ব্রায়েন বিজেপি সরকারের বিরুদ্ধে মিথ্যার রাজনীতি করার অভিযোগ তোলেন। তিনি বলেন, এই বিল বাংলা বিরোধী, ভারত বিরোধী। তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় অভিযোগ করেন, এই বিল সংবিধান ও দেশের আইনি ব্যবস্থার বিরোধী। বিল বাতিল করার তৃণমূলের পক্ষ থেকে অনেকগুলি সংশোধনী বিল পেশ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন-“আমাদের দেশপ্রেম শেখাবেন না”, রাজ্যসভায় সরব ডেরেক
