চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে পিছনে ফেলে বিশ্ব রেকর্ড সরস্বতীর! যা আপনাকেও অবাক করবে

এ এক অদ্ভুত প্রতিযোগিতা! দুধ দেওয়ার প্রতিযোগিতা! মনে হতেই পারে এটা আবার কীসের খেলা? কিন্তু এরকমই হয়েছে। এবং সেখানে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে বিশ্ব রেকর্ড করেছে সরস্বতী! এবার ভাবছেন এই সরস্বতী আবার কে?

এবার আসল কথায় আসা যাক। সম্প্রতি, লুধিয়ানাতে আয়োজিত হয়েছিল ইন্টারন্যাশনাল ডেয়ারি অ্যান্ড এগ্রি এক্সপো। প্রোগ্রেসিভ ডেয়ারি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সেই মেলাতে অংশগ্রহণ করেছিল বিভিন্ন প্রজাতির গৃহপালিত প্রাণী। তাদের মধ্যে সবথেকে বেশি দুধ দিয়ে বিশ্বরেকর্ড গড়েছে সরস্বতী নামের মুরা প্রজাতির একটি মোষ। তিন দিন গড়ে ৩২ কেজিরও বেশি দুধ দিয়েছে সরস্বতী।

গত বছর অবশ্য পাকিস্তানের একটি মোষ বিশ্বরেকর্ড করেছিল। এবার সেই রেকর্ড ভেঙে দিল সরস্বতী। সরস্বতীর মালিকের সুখবীর ধান্দা বলেন, ‘‘এটা শুধু আমার সম্মান নয়, গোটা দেশের সম্মান।’’

রেকর্ড করার পরই সরস্বতীকে কিনতে বড় অঙ্কের অফার এসেছে তার মালিকের কাছে।

Previous articleশিক্ষামন্ত্রী তথ্য যাচাই করে আশা করব মন্তব্য করবেন : রাজ্যপাল
Next articleCAB সিলেক্ট কমিটিতে যাবে না, রাজ্যসভায় প্রথম ভোট প্রক্রিয়ায় জয় কেন্দ্রের, চলছে মূল ভোট