Tuesday, August 26, 2025

অবশেষে মালদার ইংরেজ বাজারে তরুণী খুনের কিনারা করল পুলিশ। শিলিগুড়ির অম্বিকানগরের বাসিন্দা ওই তরুণীর নাম ঝুমা দে। সাংবাদিক বৈঠকে মালদার পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন করা হয়েছে ওই তরুণীকে। ঘটনায় তরুণীর প্রেমিক বাপন ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে প্রেমিকের স্ত্রীকেও। তবে, খুনের আগে যে ধর্ষণ হয়নি, ময়নাতদন্তের রিপোর্টেই তা প্রমাণিত বলে জানান পুলিশ সুপার।

গত বৃহস্পতিবার সকালে ইংরেজবাজার টিপাজানি গ্রামে আম বাগানের মধ্যে এক তরুণীর অর্ধনগ্ন, অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। কিন্তু তদন্তে নেমে কোনওভাবেই তরুণীর পরিচয় জানা যাচ্ছিল না। এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতেও প্রচার চালায় পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে পাঠানো হয় ফরেনসিক পরীক্ষায়। শেষ পর্যন্ত হাতের বালা, আংটির ছবি দেখে দেহ শণাক্ত করেন তরুণীর মা। জানা যায়, মৃতার নাম ঝুমা দে। তাঁর বাড়ি শিলিগুড়ি অম্বিকানগর। ২ ডিসেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন। দুই ছেলে রয়েছে বিবাহ বিচ্ছিন্না ওই তরুণীর। প্রেমিক যে বিবাহিত তা জানতেন না ঝুমা। ইদানীং তিনি প্রেমিককে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন বলে পরিবার সূত্র খবর। এই নিয়ে তাঁকে মালদহে ডেকে পাঠান বাপন। ঘটনার দিন প্রেমিকের সঙ্গে বচসা হয় ঝুমার। তখনই তাঁকে শ্বাসরোধ করে খুন করেন বাপন। এরপর প্রমাণ লোপাটের জন্য দেহ পুড়িয়ে দেওয়া হয়। এই কাজে বাপনের স্ত্রীর কী ভূমিকা তাও খতিয়ে দেখছে পুলিশ। দুজনকেই জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় আর কেউ জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন-হরিচাঁদ-গুরুচাদ তো আদৌ মতুয়া- ই নন, বিস্ফোরক মন্তব্য মন্ত্রী জ্যোতিপ্রিয়’র

 

Related articles

ব্রাজিল দলে ফের ব্রাত্য নেইমার, জায়গা হল না ভিনিসিয়াসের

২০২২ সালের ৯ ডিসেম্বর কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শেষবার ব্রাজিলের(brazil) জার্সিতে ম্যাচ খেলেছিলেন নেইমার(neymar)।  আরও একটা...

যশের সঙ্গে আর নয়, ছেলেকে নিয়ে আলাদা নুসরত!

'অর্ডার ছাড়া বর্ডার ক্রস' না করার ওয়ারনিং দিয়ে আপাতত চর্চার শিরোনামে রক্তবীজ টু-এর (Raktabeej 2) আইটেম ডান্স গার্ল।...

পরকীয়ার পরিণতি,কর্নাটকে হোটেলে প্রেমিকার মুখে বোমা ভরে খুন!

কর্নাটকের মাইসুরুর কাছে একটি গ্রামে বিবাহিত মহিলার মুখে বিস্ফোরক পাউডার ভরে খুন করল প্রেমিক।অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে কর্নাটক...

নর্তকী থেকে প্রৌঢ়া, একদিনে তিন ‘মৃত্যু’ আনন্দপুরে

একইদিনে তিন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য আনন্দপুর থানা এলাকায়। তিনটি দেহের পরস্পরের সঙ্গে সম্পর্ক নেই বলেই প্রাথমিকভাবে পুলিশের...
Exit mobile version