Monday, November 10, 2025

অবশেষে মালদার ইংরেজ বাজারে তরুণী খুনের কিনারা করল পুলিশ। শিলিগুড়ির অম্বিকানগরের বাসিন্দা ওই তরুণীর নাম ঝুমা দে। সাংবাদিক বৈঠকে মালদার পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন করা হয়েছে ওই তরুণীকে। ঘটনায় তরুণীর প্রেমিক বাপন ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে প্রেমিকের স্ত্রীকেও। তবে, খুনের আগে যে ধর্ষণ হয়নি, ময়নাতদন্তের রিপোর্টেই তা প্রমাণিত বলে জানান পুলিশ সুপার।

গত বৃহস্পতিবার সকালে ইংরেজবাজার টিপাজানি গ্রামে আম বাগানের মধ্যে এক তরুণীর অর্ধনগ্ন, অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। কিন্তু তদন্তে নেমে কোনওভাবেই তরুণীর পরিচয় জানা যাচ্ছিল না। এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতেও প্রচার চালায় পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে পাঠানো হয় ফরেনসিক পরীক্ষায়। শেষ পর্যন্ত হাতের বালা, আংটির ছবি দেখে দেহ শণাক্ত করেন তরুণীর মা। জানা যায়, মৃতার নাম ঝুমা দে। তাঁর বাড়ি শিলিগুড়ি অম্বিকানগর। ২ ডিসেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন। দুই ছেলে রয়েছে বিবাহ বিচ্ছিন্না ওই তরুণীর। প্রেমিক যে বিবাহিত তা জানতেন না ঝুমা। ইদানীং তিনি প্রেমিককে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন বলে পরিবার সূত্র খবর। এই নিয়ে তাঁকে মালদহে ডেকে পাঠান বাপন। ঘটনার দিন প্রেমিকের সঙ্গে বচসা হয় ঝুমার। তখনই তাঁকে শ্বাসরোধ করে খুন করেন বাপন। এরপর প্রমাণ লোপাটের জন্য দেহ পুড়িয়ে দেওয়া হয়। এই কাজে বাপনের স্ত্রীর কী ভূমিকা তাও খতিয়ে দেখছে পুলিশ। দুজনকেই জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় আর কেউ জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন-হরিচাঁদ-গুরুচাদ তো আদৌ মতুয়া- ই নন, বিস্ফোরক মন্তব্য মন্ত্রী জ্যোতিপ্রিয়’র

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version