Thursday, November 13, 2025

হরিচাঁদ-গুরুচাদ তো আদৌ মতুয়া- ই নন, বিস্ফোরক মন্তব্য মন্ত্রী জ্যোতিপ্রিয়’র

Date:

NRC-র প্রতিবাদে তৃণমূল প্রভাবিত মতুয়াদের ধরনায় বুধবারেও গরহাজির মমতাবালা ঠাকুর। পরপর দু’দিনই তৃণমূলের এই প্রাক্তন সাংসদ ধরনায় না আসায় ক্ষিপ্ত হয়ে মতুয়াদের ‘অরিজিন’ নিয়েই তোপ দাগলেন মন্ত্রী মন্তব্য জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর বিস্ফোরক বক্তব্য, “কে এলো, কে এলো না, তাতে কিছু যায় আসে না। মতুয়া কোনও বিশেষ পরিবারের নয়। উনি আসবেন কি’ না, ওনার ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের কাছে রয়েছে।”

আর এর পরই মতুয়াদের একটি বই এনে জ্যোতিপ্রয় তোপ দাগেন, “হরিচাঁদ-গুরুচাদ তো আদৌ মতুয়া- ই নন, ওনারা মৈথিলি ব্রাহ্মণ।”

সোমবার লোকসভায় পাস হয়েছে Citizenship Amendment Bill বা নাগরিকত্ব সংশোধনী বিল৷ আর তারপরই NRC-র বিরোধিতায় মতুয়াদের সামনে এনে মঙ্গলবার থেকে অবস্থানের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস৷ কিন্তু সেই ধরনা মঞ্চে ছিলেন না মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর। সংঘাধিপতি নিজেই মঙ্গলবার বলেছেন, এই আন্দোলন কাদের, তা তিনি জানেন না। ওদিকে জ্যোতিপ্রিয় মল্লিক জানান, “মমতা ঠাকুর অসুস্থ। তাই আসবেন না। উনি আমাদের সঙ্গেই আছেন। উনি বুধবার আসার চেষ্টা করবেন।” এদিকে এদিনও তৃণমূলের মতুয়া ধর্নায় অনুপস্থিত মমতা বালা ঠাকুর। এদিনও এ বিষয়ে মমতা ঠাকুরকে প্রশ্ন করা হলে তিনি জানান, এটা যে মতুয়াদের ধর্না এবিষয়ে তিনি কিছু জানেন না। অসুস্থতার জন্য আসতে পারবেন না তিনি। এরপরই উসকে ওঠে জল্পনা, তাহলে কি দলের সঙ্গে দূরত্ব বাড়ছে তৃণমূলের প্রাক্তন সাংসদের? সঙ্ঘাধিপতি মমতা ঠাকুর না আসায়, এবার তাঁকে ছাড়াই মতুয়াদের নিয়ে এগোনোর কথা ভাবছে শাসকদল। তৃণমূল বলছে “ওই পরিবারে ঝামেলা আছে। কিন্তু সেজন্য সাধারণ মতুয়ারা কেন বিপাকে পড়বেন?

আরও পড়ুন-“দেশের ব্যবসার লাইফলাইন বাংলা”, বিনিয়োগের আহ্বানে মন্তব্য মুখ্যমন্ত্রীর

 

Related articles

কমিশনের হিসাবে ফর্ম পৌঁছে বিলিতে ১ নম্বর, তবু বাংলায় প্রশিক্ষণই অসম্পূর্ণ BLO-দের!

৪ নভেম্বর থেকে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইউনিমারেশনের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। ১১ নভেম্বরের মধ্যে...

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের বারাবাঁকি, মৃত্যু শ্রমিকদের, আহত বহু

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাবাঁকি জেলা। বৃহস্পতিবার বিকেলে আচমকা বিস্ফোরণ (Blast) হয় বাজি...

শেষ হল আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন, অর্থনীতিতে বড় ধাক্কার সম্ভাবনা

আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন (Shutdown) শেষ হল। ১ অক্টোবর থেকে আমেরিকায় (America) অচলাবস্থা শুরু হয়েছিল। ‘স্পেন্ডিং বিল’ অর্থাৎ...

ভারতীয় দলে ফিরবেন শামি? ইডেনে গম্ভীরের উপস্থিতির মধ্যেই বড় বয়ান গিলের

চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ...
Exit mobile version