কোর্টে উন্নাও- ধর্ষকের দাবি, ঘটনার দিন ভর্তি ছিলাম হাসপাতালে, দাবি ওড়ালেন চিকিত্‍সকরা

উন্নাও- ধর্ষণের দিন হাসপাতালে ভর্তি ছিল ধর্ষণকাণ্ডের অন্যতম অভিযুক্ত শুভম ত্রিবেদী। বুধবার আদালতে এমনই দাবি করেছে তার আইনজীবী। নৃশংসতম ওই ঘটনার অন্যতম অভিযুক্ত নিজেকে নির্দোষ প্রমাণের জন্য আদালতের জানিয়েছে, 23 বছরর ওই মেয়েটিকে গণধর্ষণের সময় সে ঘটনাস্থলের ধারেকাছেও ছিল না।

বরং সেই সময় এক সরকারি প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। কিন্তু তার এই দাবি মেনে নেয়নি ওই হাসপাতালের চিকিত্‍সকরা। ডাক্তারের কথায়, ওই দিন শুভম ত্রিবেদীর নামে কোনও রেজিস্ট্রেশন স্লিপ জমা পড়েনি। আর যে স্লিপ আদালতের কাছে জমা পড়েছে সেটি নকল। ওই দিনে অভিযুক্তের নামে কোনও রোগীই ভর্তি ছিল না।
উন্নাওয়ে 23 বছরের নিগৃহীতাকে জ্বালিয়ে দিয়েছিল ধর্ষকরা। 90 শতাংশ পুড়ে গিয়েছিল সে। পরে দিল্লির সফদরজং হাসাপাতালে ভর্তি করা হলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নির্যাতিতা।

Previous articleনালায় মিলল ক্যাব চালকের রক্তাক্ত দেহ
Next articleঅবসরপ্রাপ্ত বিচারপতির অধীনে এনকাউন্টার মামলার তদন্তের প্রস্তাব শীর্ষ আদালতের