অগ্নিগর্ভ অসম, জারি কারফিউ, সেনা টহল

নাগরিকত্ব বিলের প্রতিবাদে বিক্ষোভ-প্রতিবাদে অগ্নিগর্ভ অসম। এই বিলের জন্য অসম চুক্তি বিঘ্নিত হবে এই আশঙ্কায় পথে নেমে মানুষ বিক্ষোভ দেখাচ্ছে। বাড়ছে হামলার ঘটনা। এই পরিস্থিতিতে বিক্ষোভের কেন্দ্রস্থল গুয়াহাটি এবং তিনসুকিয়া, ডিব্রুগড় ও জোড়হাট অঞ্চলে সেনাবাহিনী নামানো হয়েছে।
উত্তেজনা প্রশমনে সেনা টহলের পাশাপাশি জারি হয়েছে অনির্দিষ্টকালীন কারফিউ। গুজব ও প্ররোচনা রুখতে অসমের দশটি জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছে। তবে কারফিউ অমান্য করে অনেক জায়গাতেই বিক্ষোভকারীরা পথে বেরিয়ে পড়েছে বলে খবর।

Previous articleএটিএম প্রতারণার পরে দম্পতিকে ফোনে কী বলছে প্রতারক?
Next articleএনআরসি-সিএবি-র বিরোধিতায় রণকৌশল বৈঠকের ডাক তৃণমূল নেত্রীর