ব্রেক্সিট নিয়ে দ্বিধাবিভক্ত ব্রিটেনে শেষের পথে ভোটগ্রহণ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ব্রিটেন নাকি এমন নির্বাচনের মুখোমুখি আর হয়নি। কারণ বৃহস্পতিবারের এই সাধারণ নির্বাচনের ফলের উপর ভবিষ্যতের অনেক কিছু নির্ভর করছে। ব্রেক্সিট অর্থাৎ ব্রিটেনের ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগের নিয়ে প্রায় তিন বছর ধরে পার্লামেন্টে যে অচলাবস্থা তৈরি হয়। যার জেরে গত দু’বছরের দুটি সাধারণ নির্বাচন হচ্ছে। এর আগে ২০১৭-র ৮ জুন ও ২০১৫-র ৭ মে নির্বাচন হয়। ১০০ বছরের ইতিহাসে এই প্রথমবার ডিসেম্বর মাসে নির্বাচন হচ্ছে।

ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ড জুড়ে ৬৫০ টি নির্বাচনী কেন্দ্রে স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত। তার পরেই ভোটগণনা শুরু হবে। স্থানীয় সময় শুক্রবার ভোর ফল প্রকাশ শুরু হওয়ার কথা রয়েছে।
কুকুর ডিলিনকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী বরিস জনসন ভোট দিয়েছেন। ওয়েস্টমিনস্টারের একটি ভোটকেন্দ্র পরিদর্শনও করেন তিনি।
লেবার পার্টির নেতা জেরেমি করবিন স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দেন।
ভোটকেন্দ্রগুলির ভিতরে সেলফি বা কোনও ধরণের ছবি তোলার কোন অনুমতি নেই।
ইতিমধ্যে অনেকে তাদের পছন্দের প্রার্থীর নামের পাশে ক্রস চিহ্ন দিয়ে ডাকের মাধ্যমে ভোট দিয়েছেন।
প্রধানমন্ত্রী বরিস জনসনের কনসারভেটিভ পার্টিই ফের সরকার গড়তে পারবে বলে মনে করছেন অনেকে।

Previous articleঅসমে CAB-র প্রতিবাদ আন্দোলনে পুলিশের গুলি, মৃত 3, পরিস্থিতি বেসামাল
Next articleCAB-র জের! ভারত সফর বাতিল করলেন বাংলাদেশের বিদেশ ও স্বরাষ্ট্রমন্ত্রী