নতুন বছরে পুরনো ফোন গুলিতে নাও চলতে পারে হোয়াটসঅ্যাপ

আর কিছুদিন পরেই পড়ে যাবে নতুন বছর। ২০১৯ পেরিয়ে হবে ২০২০। ৩১ ডিসেম্বর ২০১৯ এর মধ্যেই বদলে ফেলুন আপনার ফোন। না হলে কোন মতেই ব্যবহার করতে পারবেন না আপনি হোয়াটসঅ্যাপ। অথবা আপগ্রেড করুন আপনার ফোনের সফটওয়্যার। বেশ কিছু করে বন্ধ হয়ে যাচ্ছে এই মেসেজিং অ্যাপ। এই কথা নিজেদের ব্লগে স্পষ্ট জানিয়েছে হোয়াটসঅ্যাপ।

উইন্ডোজ ফোন গুলিতে বন্ধ হতে চলেছে এই মেসেজিং অ্যাপ। শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯। ২.৩.৭ ভার্সন বা তার পুরনো অ্যান্ড্রয়েড সিস্টেমেও বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ পরিষেবা।

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, উইন্ডোজ ফোন গুলিতে নতুন করে কোন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা যাবে না। এবং পুরনো অ্যাকাউন্ট রি-ভেরিফাই করা যাবে না। ডিসেম্বরের শেষে উইনডোজ ১০ অপারেটিং সিস্টেমের ফোনেও নিজেদের পরিষেবা বন্ধ করতে চলেছে হোয়াটসঅ্যাপ।

Previous articleপ্রতিবাদের রোষ অব্যাহত রাজ্যে, বিশৃঙ্খলা বরদাস্ত নয়: মুখ্যমন্ত্রী
Next articleপ্রতিবাদ-বিক্ষোভে আজও ব্যাহত ট্রেন চলাচল, চরম নাজেহাল মানুষ