“অরাজকতা সৃষ্টি করে বিজেপির হাত শক্ত করবেন না”-নাগরিকদের প্রতি বার্তা মহানাগরিকের

“অরাজকতা করে বাংলায় বিজেপির হাত শক্ত করবেন না। অবরোধ করে, বাস জ্বালানোয় বাংলার মানুষের ক্ষতি হচ্ছে”- রাজ্য জুড়ে বিক্ষোভ-প্রতিবাদের প্রেক্ষিতে আন্দোলনকারীদের উদ্দেশে এই বার্তা দিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। নিজের ফেসবুক পেজে এই ভিডিও পোস্ট করে তিনি বলেন, এটা এনআরসি লড়াই। হিন্দু-মুসলমানের লড়াই নয়। ভারতবাসী হিসেবে সবাইকে একজোট হয়ে লড়ার বার্তা দিয়েছেন তিনি।

মেয়রের মতে, এই বিক্ষোভের জেরে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। কিছু কিছু মানুষ হুজুগে পড়ে এই বিক্ষোভে সামলি হচ্ছেন। অরাজকতা করলে বিজেপির লাভ হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আশ্বাস দিচ্ছেন, বাংলায় এনআরসি ও সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করতে দেবেন না। সেক্ষেত্রে কেন বাংলার মানুষকে আটকে রাখা হবে, পথ অবরোধ হবে? তা নিয়ে প্রশ্ন তুলেছেন ফিরহাদ। “যদি প্রতিবাদ করতে চান তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন সেই মিছিলে সামিল হন। রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিবাদ করুন” মহানগরবাসী তথা রাজ্যবাসীকে এই আহ্বান জানিয়েছেন ফিরহাদ হাকিম।

দেখুন কী বললেন ফিরহাদ…

আরও পড়ুন-রাজ্যের পরিস্থিতিতে ব্যথিত তিনি, মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে ট্যুইট রাজ্যপালের

Previous articleUSA, UK, ফ্রান্সের অ্যাডভাইসরি, উত্তর-পূর্ব ভারতে না যেতে নাগরিকদের নির্দেশ
Next articleউত্তরে তুষারপাত, নামছে পারদ