আমি রাহুল সাভারকর নই যে সত্যি কথা বলার জন্য ক্ষমা চাইব, কটাক্ষ সোনিয়া-পুত্রের

ঝাড়খন্ডের জনসভায় করা তাঁর ‘রেপ ইন ইন্ডিয়া’ মন্তব্যের জন্য ক্ষমা চাইবেন না বলে সাফ জানালেন কংগ্রেস সাংসদ রাহল গান্ধী। শনিবার দিল্লিতে ভারত বাঁচাও সমাবেশে কংগ্রেসের প্রাক্তন সভাপতি বলেন, দেশে প্রকৃতপক্ষে যা চলছে তাই বলেছি। সংবাদপত্র খুললেই দেখা যাচ্ছে নানা জায়গায় ধর্ষণের ঘটনার খবর। এরপর দেশটা ‘রেপ ইন ইন্ডিয়া’ হয়ে গেছে বলা ছাড়া উপায় কী? আর এই সত্যি কথাটা বলার জন্য আমি ক্ষমা চাইব কেন? তার প্রশ্নই নেই। আমি তো আর রাহুল সাভারকর নই যে সত্যি কথা বলার জন্য ক্ষমা চাইব!

প্রসঙ্গত, ঝাড়খন্ডের ভোটপ্রচারে গিয়ে রাহুল গান্ধী বলেছিলেন, বিজেপি জমানায় নরেন্দ্র মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ এখন ‘রেপ ইন ইন্ডিয়া’ হয়ে উঠেছে। এরপরই রাহুলের মন্তব্যের জন্য সংসদে বিজেপির মহিলা সাংসদরা ওয়েনাড়ের কংগ্রেস সাংসদের শাস্তি দাবি করেন।

আরও পড়ুন-উত্তরে তুষারপাত, নামছে পারদ

 

Previous articleউত্তরে তুষারপাত, নামছে পারদ
Next articleপ্রতিবাদ-বিক্ষোভের মধ্যেই রাজ্যে আসছেন মোদি