CAA-বিক্ষোভের জেরে রাজ্যে বাতিল অসংখ্য ট্রেন

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে রাজ্য জুড়ে শনিবারও চলছে অবরোধ- বিক্ষোভ। এই বিক্ষোভে বেশি প্রভাব পড়েছে রেল পরিষেবায়। স্টেশনে স্টেশনে ভাঙচুর, অগ্নিসংযোগ শনিবারও হয়েছে৷ এ সব ঘটনার জেরে বহু দূরপাল্লার ট্রেন বাতিল হয়েছে৷ লোকাল ট্রেন চলাচলও অনিয়মিত হয়ে পড়েছে। দক্ষিণ-পূর্ব রেল একাধিক ট্রেন বাতিল ঘোষণা করেছে। এছাড়াও বহু ট্রেন পরিস্থিতি খতিয়ে দেখে চালানো হচ্ছে।

বাতিল করা হয়েছে যে সব ট্রেন:-

• হাওড়া-সিএসএমটি গীতাঞ্জলি এক্সপ্রেস

• হাওড়া-এর্নাকুলাম অন্ত্যোদয় এক্সপ্রেস

• হাওড়া-দিঘা এসি এক্সপ্রেস

• হাওড়া-পুণে দুরন্ত এক্সপ্রেস

• হাওড়া-তিরুপতি হামসফর এক্সপ্রেস

• হাওড়া-দিঘা কাণ্ডারি এক্সপ্রেস

• হাওড়া-করমণ্ডল এক্সপ্রেস

• হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস

• হাওড়া-হায়দরাবাদ ইস্টকোস্ট এক্সপ্রেস

• শালিমার-কুর্লা এক্সপ্রেস

• ইস্ট কোস্ট এক্সপ্রেস

• শালিমার-লোকমান্য তিলক এক্সপ্রেস

• দিঘা-জলপাইগুড়ি পাহাড়িয়া এক্সপ্রেস

Previous articleসিএএ, এনআরসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল কংগ্রেসের
Next articleরাজ্যের পরিস্থিতিতে ব্যথিত তিনি, মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে ট্যুইট রাজ্যপালের