উপাচার্যদের ক্ষমতা বৃদ্ধিই হয়েছে, বোঝালেন পার্থ

শুক্রবার বিকাশ ভবনে উপাচার্যের সঙ্গে বৈঠকে বসেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই বৈঠকে উচ্চশিক্ষা বিধি নিয়েও কথা ওঠে। শিক্ষামন্ত্রী উপাচার্যদের আশ্বস্ত করে বলেন, নতুন বিধিতে ক্ষমতা বেড়েছে উপাচার্যদের।

উচ্চশিক্ষায় নয়া বিধি ঘোষণা করেছে রাজ্য সরকার। নয়া বিধিতে উপাচার্য সরাসরি রাজ্যপাল তথা আচার্যর সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। যোগাযোগ করতে হবে উচ্চশিক্ষা দফতরের মাধ্যমে। এছাড়াও উপাচার্য, সহ-উপাচার্য বিদেশে যেতে গেলে মুখ্যমন্ত্রীর অনুমতি নিতে হবে। সেই নিয়েই শিক্ষা মহলে ধন্ধ তৈরি হয়েছিল। শিক্ষামন্ত্রী তা নিরসন করেন। ছাড়াও বৈঠকে সিবিসিএস পদ্ধতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের নানা অসুবিধাগুলি আলোচনা ওঠে।

Previous articleইম্পিচমেন্ট, বরখাস্ত হতে পারেন ট্রাম্প!
Next articleনস্টালজিক সৌরভকে বেনজির ‘উপহার’ লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের