আদার দাম ধরা ছোঁওয়ার বাইরে হওয়ার আশঙ্কা, কেন জানেন ?

শীতের আমেজ গায়ে মেখে পেঁয়াজের পর এবার দাম বাড়ার আশঙ্কা আদার। নিশ্চয়ই ভাবছেন কেন? এনআরসি বিলের প্রতিবাদে যেভাবে অসম, মেঘালয় ও তার পার্শ্ববর্তী অঞ্চল উত্তপ্ত, তার আঁচ কিন্তু এবার এসে লাগবে মধ্যবিত্তের হেঁসেলেে । আসলে আদার যোগান বেশিরভাগটাই নির্ভর করে অসম ও মেঘালয়ের ওপর।

কিন্তু এই অচলাবস্থা চলতে থাকলে আদার দাম এ রাজ্যে ৩০০-র গন্ডি পেরোতে শুধুমাত্র সময়ের অপেক্ষা। ব্যবসায়ীরা স্পষ্ট জানিয়েছেন, শীতের সময় এমনিতেই আদার চাহিদা অনেক বেশি থাকে । তারই মাঝে আমদানি প্রায় বন্ধ হওয়ার জোগাড়। ফলে আদার দাম যে বাড়তে চলেছে তা নিশ্চিত করে বলা যায়।

Previous articleগুয়াহাটিতে ৭ ঘণ্টার জন্য শিথিল কার্ফু
Next articleশীতের শুরুতেই ফের তুষারপাত শুরু হয়ে গিয়েছে সিকিমে