গুয়াহাটিতে ৭ ঘণ্টার জন্য শিথিল কার্ফু

শুক্রবার গুয়াহাটি সহ আসমের বহু এলাকা শান্ত থাকার দরুন শনিবার গুয়াহাটিতে ৭ ঘণ্টার জন্য কার্ফু শিথিল করেছে সেখানকার প্রশাসন। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। গুয়াহাটি, বঙাইগাঁও, মরিগাঁও, শোণিতপুর, ডিব্রুগড়ে সেনা ও আসাম রাইফেলসের আটটি কলাম মোতায়েন রয়েছে। এর ফলে মানুষের ভিড় বেড়েছে পেট্রোল পাম্প এবং দোকানগুলিতে। ভিড় চোখে পড়েছে গুয়াহাটির বাজারে। নাগরিকত্ব আইন বিরোধিতা আন্দোলনের রাশ এখন সাংস্কৃতিক কর্মী ও বিশিষ্ট মানুষদের হাতে। রাজ্যসভায় বিল পেশের পরপরই হিংসায় উত্তাল হয় গুয়াহাটি সহ অসমের বিভিন্ন এলাকা। হিংসাত্মক সেই আন্দোলনের পথ থেকে সরে আসছেন আন্দোলনকারীরা।

Previous articleনস্টালজিক সৌরভকে বেনজির ‘উপহার’ লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের
Next articleআদার দাম ধরা ছোঁওয়ার বাইরে হওয়ার আশঙ্কা, কেন জানেন ?