শীতের শুরুতেই ফের তুষারপাত শুরু হয়ে গিয়েছে উত্তর সিকিমে। এবারে তুষারপাত হয়েছে উত্তর সিকিমের লাচেনে। তুষারপাতের জেরে খুশির আমেজ পর্যটকদের চোখেমুখে। যদিও এই তুষারপাতের ফলে অনেক রাস্তাঘাট ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে। আশঙ্কা করা হচ্ছে এমন তুষারপাত চলতে থাকলে পর্যটনের মরশুমে পুরোপুরি স্তব্ধ হয়ে যাবে সিকিম । একদিকে তুষারপাতের জেরে পর্যটকদের মনে আনন্দ, অন্যদিকে জেরবার প্রশাসন এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য।