Thursday, August 28, 2025

জাতীয় পতাকা নিয়ে যারা সম্পত্তি ধ্বংস করছে, তারা দেশের নাগরিক নন : দিলীপ

Date:

যারা অত্যাচারিত যারা নিপীড়িত তাদেরকে আমরা এদেশে থাকার অধিকার দিয়েছে। তাদের সরকার নাগরিকত্ব দিয়েছে। উদ্বাস্তু জীবন আমি দেখেছি। কেউ কেউ সফল হয়েছেন। কিন্তু যেভাবে তাঁরা থাকেন, এভাবে থাকা যায় না। তাঁদের দোষ কোথায়? কারণ, তারা হিন্দ, বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন ধর্মের কারণে। তাঁর বাড়ির লোকেদের যদি আমরা নাগরিকত্ব দিই তাহলে দোষটা কোথায়! এই বিল আনা হচ্ছে বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার জন্য। কিন্তু কাকে আমরা নাগরিকত্ব দেবো, সেটা একান্তই আমাদের সিদ্ধান্ত। এই ভাবেই নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে সওয়াল করলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

শনিবার শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলন করে দিলীপ বলেন, একবার দেশ ভাগ হয়েছে। পূর্ববঙ্গ হয়েছে। সে দগদগে ঘা এখনও রয়েছে। আমার মনে হচ্ছে, আবার পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হতে যাচ্ছে। গত কয়েকদিন ধরে যে দৃশ্য রাজ্যে ঘটছে, সেটাই কিন্তু দেশের চিত্র নয়। জাতীয় পতাকা নিয়ে দেশের সম্পত্তি নষ্ট করতে পারা যায় না। এদেরকে উৎসাহিত করা হচ্ছে। একসময় বাম আমলেও মরিচঝাঁপি তে কী অমানুষিক অত্যাচার করে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে! মানুষ এসব সব দেখেছেন। নাগরিকত্ব নিয়ে কেউ কখনও বলেনি। সিপিএম, কংগ্রেস বলেনি, তৃণমূলও বলেনি। বিজেপি প্রথম তাদের কথা বলছে। তাদেরকে স্বীকৃতি দিচ্ছে। ভারতবর্ষে মুসলিমদের খ্যাপানো হচ্ছে। কিন্তু ভারতবর্ষের যারা আদি মুসলিম, তাদের তো কোনও ভয় নেই। তারা আছেন, থাকবেন, নাগরিক হিসেবেই থাকবেন।

Related articles

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয়: বিরোধীদের কটাক্ষ মমতার

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয় বৃহস্পতিবার, গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের...
Exit mobile version