Saturday, November 15, 2025

জাতীয় পতাকা নিয়ে যারা সম্পত্তি ধ্বংস করছে, তারা দেশের নাগরিক নন : দিলীপ

Date:

যারা অত্যাচারিত যারা নিপীড়িত তাদেরকে আমরা এদেশে থাকার অধিকার দিয়েছে। তাদের সরকার নাগরিকত্ব দিয়েছে। উদ্বাস্তু জীবন আমি দেখেছি। কেউ কেউ সফল হয়েছেন। কিন্তু যেভাবে তাঁরা থাকেন, এভাবে থাকা যায় না। তাঁদের দোষ কোথায়? কারণ, তারা হিন্দ, বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন ধর্মের কারণে। তাঁর বাড়ির লোকেদের যদি আমরা নাগরিকত্ব দিই তাহলে দোষটা কোথায়! এই বিল আনা হচ্ছে বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার জন্য। কিন্তু কাকে আমরা নাগরিকত্ব দেবো, সেটা একান্তই আমাদের সিদ্ধান্ত। এই ভাবেই নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে সওয়াল করলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

শনিবার শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলন করে দিলীপ বলেন, একবার দেশ ভাগ হয়েছে। পূর্ববঙ্গ হয়েছে। সে দগদগে ঘা এখনও রয়েছে। আমার মনে হচ্ছে, আবার পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হতে যাচ্ছে। গত কয়েকদিন ধরে যে দৃশ্য রাজ্যে ঘটছে, সেটাই কিন্তু দেশের চিত্র নয়। জাতীয় পতাকা নিয়ে দেশের সম্পত্তি নষ্ট করতে পারা যায় না। এদেরকে উৎসাহিত করা হচ্ছে। একসময় বাম আমলেও মরিচঝাঁপি তে কী অমানুষিক অত্যাচার করে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে! মানুষ এসব সব দেখেছেন। নাগরিকত্ব নিয়ে কেউ কখনও বলেনি। সিপিএম, কংগ্রেস বলেনি, তৃণমূলও বলেনি। বিজেপি প্রথম তাদের কথা বলছে। তাদেরকে স্বীকৃতি দিচ্ছে। ভারতবর্ষে মুসলিমদের খ্যাপানো হচ্ছে। কিন্তু ভারতবর্ষের যারা আদি মুসলিম, তাদের তো কোনও ভয় নেই। তারা আছেন, থাকবেন, নাগরিক হিসেবেই থাকবেন।

Related articles

ক্লিনচিট বাংলার চিকিৎসককে: ২৪ঘণ্টা NIA জিজ্ঞাসাবাদ উত্তর দিনাজপুরের যবুককে

প্রায় ২৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে ক্লিনচিট বাংলার চিকিৎসককে। দিল্লি বিস্ফোরণের পিছনে যে হোয়াইট কলার মডিউলের অনুসন্ধান শুরু করেছে...

ইডেন থেকেই হাসপাতালে, চোট পাওয়া গিলকে নিয়ে আশঙ্কার কালো মেঘ

শনিবার সকাল থেকে শুভমান গিলকে(Suhbhaman Gill) নিয়ে উদ্বেগ ছিল ভারতীয় শিবিরে। সন্ধ্যায় সেই উদ্বেগ আরও দ্বিগুণ হল।দ্বিতীয় দিনের...

আইনি প্রক্রিয়া শুরুতে বাধা, মহুয়ার বিরুদ্ধে CBI-কে শুধু চার্জশিট দেওয়ার অনুমতি লোকপালের

কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চার্জশিট দেওয়ার অনুমতি দিল লোকপাল (Lokpal)। চার সপ্তাহের মধ্যে...

এবার বাজেয়াপ্ত নীলবাতি গাড়ি: স্বর্ণ ব্যবসায়ী খুনে ক্রমশ স্পষ্ট বিডিও-র যোগ

বেলদার স্বর্ণ ব্যবসায়ীর খুনে রাজগঞ্জের বিডিও-র নীলবাতি গাড়িই ব্যবহার হয়েছিল, এমন অভিযোগ উঠেছে তথ্য প্রমাণের ভিত্তিতে। এবার তদন্তের...
Exit mobile version