Sunday, November 16, 2025

জাতীয় পতাকা নিয়ে যারা সম্পত্তি ধ্বংস করছে, তারা দেশের নাগরিক নন : দিলীপ

Date:

যারা অত্যাচারিত যারা নিপীড়িত তাদেরকে আমরা এদেশে থাকার অধিকার দিয়েছে। তাদের সরকার নাগরিকত্ব দিয়েছে। উদ্বাস্তু জীবন আমি দেখেছি। কেউ কেউ সফল হয়েছেন। কিন্তু যেভাবে তাঁরা থাকেন, এভাবে থাকা যায় না। তাঁদের দোষ কোথায়? কারণ, তারা হিন্দ, বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন ধর্মের কারণে। তাঁর বাড়ির লোকেদের যদি আমরা নাগরিকত্ব দিই তাহলে দোষটা কোথায়! এই বিল আনা হচ্ছে বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার জন্য। কিন্তু কাকে আমরা নাগরিকত্ব দেবো, সেটা একান্তই আমাদের সিদ্ধান্ত। এই ভাবেই নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে সওয়াল করলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

শনিবার শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলন করে দিলীপ বলেন, একবার দেশ ভাগ হয়েছে। পূর্ববঙ্গ হয়েছে। সে দগদগে ঘা এখনও রয়েছে। আমার মনে হচ্ছে, আবার পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হতে যাচ্ছে। গত কয়েকদিন ধরে যে দৃশ্য রাজ্যে ঘটছে, সেটাই কিন্তু দেশের চিত্র নয়। জাতীয় পতাকা নিয়ে দেশের সম্পত্তি নষ্ট করতে পারা যায় না। এদেরকে উৎসাহিত করা হচ্ছে। একসময় বাম আমলেও মরিচঝাঁপি তে কী অমানুষিক অত্যাচার করে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে! মানুষ এসব সব দেখেছেন। নাগরিকত্ব নিয়ে কেউ কখনও বলেনি। সিপিএম, কংগ্রেস বলেনি, তৃণমূলও বলেনি। বিজেপি প্রথম তাদের কথা বলছে। তাদেরকে স্বীকৃতি দিচ্ছে। ভারতবর্ষে মুসলিমদের খ্যাপানো হচ্ছে। কিন্তু ভারতবর্ষের যারা আদি মুসলিম, তাদের তো কোনও ভয় নেই। তারা আছেন, থাকবেন, নাগরিক হিসেবেই থাকবেন।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version