Saturday, November 15, 2025

‘পহেলে লোগো কো লড়বাও, উসকে বাদ আসলে মুদ্দা ছুপাও।’ দিল্লির রামলীলা ময়দান থেকে এই ভাষাতেই দেশ বাঁচানোর ডাক দিলেন রাহুল গান্ধী। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী সেই সুরে সুর মিলিয়ে বললেন, দেশের উন্নয়ন এখন অতীত। বিভেদের রাজনীতি এখন এই সরকারের আসল মুদ্দা। আর প্রিয়াঙ্কা গান্ধী বললেন, দেশের মানুষ একজোট হোন। নইলে বাবা সাহেবের সংবিধান এরা ধ্বংস করে দেবে। আর প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, দেশের অর্থনীতির বারোটা বাজিয়ে দিয়েছে এই সরকার।

শনিবার দিল্লির রামলীলা ময়দানে ভারত বাঁচাও মঞ্চ থেকে এইভাবে কেন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল সোনিয়া গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস। সোনিয়ার বক্তব্য, ‘সব কা সাথ, সব কা বিকাশ’ প্রতিশ্রুতি ছিল বিজেপির। কিন্তু গদিতে বসেই উল্টো পথে হাঁটা শুরু করেছে তারা।

প্রিয়াঙ্কার দাবি, এই সরকারের মানবিক মুখ নেই। ভাবাবেগকে কোনও গুরুত্বই দেয় না। বিজেপি সরকারের ছয় বছর পূর্ণ হল। অথচ কর্মসংস্থান কমছে, জিএসটির জন্য ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিল্প বন্ধ হয়ে যাচ্ছে। ভোটের আগে স্লোগান ছিল, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। আর ভোটের পরে মানুষ বুঝতে পারছেন, কর্মসংস্থান, কৃষি, চাকরি সবকিছুই রসাতলে যাচ্ছে এই সরকারের দৌলতে।

রাহুল গান্ধী সুর চড়িয়ে বলেন, মোদি নিজেই একা রাতে দেশের অর্থনীতি শেষ করছেন। পাঁচশো ও হাজার টাকার নোট বাতিল করলেন। কিন্তু তাতে দেশবাসীর লাভের পরিবর্তে বিপদ বেড়েছে। সেই ধাক্কা এখনো সামলাতে পারেননি। এক সময় অর্থনীতির ৯% ছুঁয়েছিল। সেই সময় দেশের মানুষ বলছিলেন দেশ চিনের সঙ্গে পাল্লা দেবে। চিন ইন ইন্ডিয়া বলে সম্বোধনও করা হচ্ছিল। আর এখন পেঁয়াজের দাম ২০০ টাকা। নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে দেশ জ্বলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। গুহাটিতে সফর বাতিল হয়েছে মোদি-শিনজোর। আমেরিকা-বৃটেন পর্যটকদের নিষেধ করে দিয়েছে ভারতে আসতে। বিজেপি ক্ষমতায় থাকলে দেশ এক থাকবে কি না সেটাই সন্দেহ। তাই বলছি, সকলে এখন প্রতিবাদ করুন, রাস্তায় নামুন, ভারত বাঁচান।

Related articles

লালকেল্লার কাছে বিস্ফোরণ কাণ্ডে উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার মেডিক্যাল ছাত্র!

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের (Delhi Blast near Red fort) ঘটনায় এবার উত্তর দিনাজপুরের (North Dinajpur) সূর্যাপুর বাজার...

শনির সকালে বড়বাজারে ভয়াবহ আগুন, এজরা স্ট্রিটে জ্বলছে একের পর এক বিল্ডিং! 

সকালের আলো ভালো করে ফোটার আগেই শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে বিধ্বংসী আগুন থেকে...

বাজেয়াপ্ত করা বিস্ফোরকেই বিস্ফোরণ! জম্মু ও কাশ্মীরের নওগাম থানায় আহত অন্তত ৮

দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে দিল্লি পুলিশের পাশাপাশি, হরিয়ানা পুলিশ ও জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir police) লাগাতার...

জনজাতীয় গৌরব দিবস: বীরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা ও আদিবাসী ঐতিহ্য উদযাপন

সি পি রাধাকৃষ্ণণ, ভারতের উপ-রাষ্ট্রপতি আজ আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবস। এই দিনটিকে জনজাতীয় গৌরব...
Exit mobile version