হাওড়াতে এবার নজর মিডিয়ার উপরেও?

হাওড়ায় জেলা শাসকের একটি চিঠি আপাতত চর্চায়। এটি সত্য কিনা খোঁজ চলছে। তিনি এই নির্দেশে মোবাইল সার্ভিস প্রোভাইডার, নেট ও খবরের চ্যানেলে নজরদারির ইঙ্গিত দিয়েছেন। উত্তেজনাপ্রবণ কিছু দেখানো যাবে না। গ্রুপ এস এম এস চলবে না। নবান্ন অঞ্চলকে ছাড় দিয়ে এই নিষেধাজ্ঞা থাকবে। পুলিশের রিপোর্টের ভিত্তিতেই এই কাজ হচ্ছে। শান্তি বিঘ্নিত হওয়া কোনো খবর চলবে না। এদিকে এর কোনো সংজ্ঞা বলা নেই। তাহলে কি হামলা হলেও সেই খবর ও ছবি দেখানো যাবে না? হাওড়ার এই চিঠি সত্য কিনা খোঁজ চলছে। প্রশ্ন হল তাহলে কি অন্য জেলাতেও এটা হচ্ছে? উত্তর মেলেনি। তবে এটা ঠিক যে উত্তেজনা ছড়ানো থামাতে দায়িত্বজ্ঞানহীন কিছু প্রচার থামানো দরকার। কিন্তু তা করতে গিয়ে ঘটনা চেপে দেওয়া কি ঠিক হবে?

Previous articleরাজ্যের আইন-শৃঙ্খলা স্বাভাবিক করতে পুলিশ প্রশাসনকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
Next articleব্রেকফাস্ট নিউজ